নাকা চেকিংয়ে উদ্ধার বিপুল টাকা! সঙ্গের ব্যগে মিলল বিজেপির পতাকা-পোলিং এজেন্ট ফর্ম

ষষ্ঠ দফা নির্বাচনের আগে নাকা চেকিং উদ্ধার হল বিপুল পরিমাণে টাকা। প্রায় ১০ লক্ষ টাকা উদ্ধার করেছে হেঁড়িয়া থানার পুলিশ ও বিশেষ তদন্তকারী দল। ইন্দ্রজিৎ…

10 lakh rupees BJP flag recovered during naka checking at Heria in East Medinipur

ষষ্ঠ দফা নির্বাচনের আগে নাকা চেকিং উদ্ধার হল বিপুল পরিমাণে টাকা। প্রায় ১০ লক্ষ টাকা উদ্ধার করেছে হেঁড়িয়া থানার পুলিশ ও বিশেষ তদন্তকারী দল। ইন্দ্রজিৎ দাস নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, আটক যুবকের বাড়ি মারিশদা থানায় বিলাশপুর এলাকায়। এই বিপুল পরিমাণ টাকা কোথায় নিয়ে যাচ্ছিল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্রের খবর, নির্বাচনের জন্য জাতীয় সড়ক থেকে রাজ্য সড়ক সর্বত্র নাকা চেকিং শুরু হয়েছে। হেঁড়িয়া ইঞ্চি ব্রীজের কাছে নাকা চেকিং চলছিল। সেই সময়ই কাঁথি থেকে একটি যাত্রীবাহী বাসে উঠে পড়ে ইন্দ্রজিৎ দাস।

   

গোপন সূত্র খবর পেয়ে যাত্রীবাহী বাসের তল্লাশি চালায় হেঁড়িয়া থানার পুলিশ ও বিশেষ তদন্তকারী দল। একটি ব্যাগে করে প্রায় ১০ লক্ষ টাকা নিয়ে যাচ্ছিল যুবক। প্রত্যেক খামে ১০ হাজার টাকা করে ভাগ করা ছিল। শুধু তাই নয় বিজেপির দলীয় পতাকা ও বুথে পোলিং এজেন্ট বসার জন্য ফর্ম ছিল।

Pm Modi: বাংলায় এসে প্রচারে যা এতদিন করেননি, চমক দিতে এবার সেটাই করবেন প্রধীনমন্ত্রী মোদী

বিশেষ সূত্র জানা গিয়েছে, টাকা নিয়ে হেঁড়িয়া ও ভগবানপুর সংলগ্ন একাধিক বিজেপির বুথ সভাপতি ও নেতৃত্বদের টাকা দেওয়ার কথা ছিল তার। সেই উদ্দেশ্যে টাকাগুলি নিয়ে আসছিল ওই যুবক।

সংবাদ মাধ্যমকে ইন্দ্রজিত দাস বলেছেন, ‘এক দাদা টাকা দিয়েছিল। ব্যবসায়ীর টাকা। বিজেপি দলীয় পতাকা ও পেলিং এজেন্ট ফ্রম পুলিশ সাজিয়েছে। আমি ছোটখাটো ব্যবসার সঙ্গে যুক্ত। আমি কোনও রাজনীতি করি না।’