Shreya Ghoshal: লাল বেনারসি পরে একেবারে বাঙালি কোণের সাজে বিয়ে সেরেছিলেন শ্রেয়া ঘোষাল। সাত পাকে বাঁধা থেকে সিঁদুর দান সবটাই সেরেছিলেন একেবারে নিয়ম মেনে। সাফল্যের আকাশ ছুঁয়ে সারাজীবনের জন্য হাত ধরেছিলেন ছেলেবেলার বন্ধু শিল্যাদিত্যের। বর্তমানে স্বামী-পুত্র-সংসার-কেরিয়ার নিয়ে চরম সুখী জনপ্রিয় সংগীত শিল্পীর। কিন্তু শ্রেয়ার আসল পরিচয় কি জানেন?
1984 সালে বহরমপুরের বাঙালি বাড়ির ঘর আলো করে আসেন মা সরস্বতীর আরেক বরপুত্রী। শ্রেয়া ঘোষাল। ছোট বয়স থেকেই হারমোনিয়াম ছিল তাঁর ভীষণ প্রিয়। মাত্র 4 বছর বয়সেই নাকি একেবারে পারদর্শী হয়ে উঠেছিলেন গায়িকা। ধীরে ধীরে গানের জগতে আসতে থাকেন। গান শেখা শুরু করেন কোটার মহেশচন্দ্র শর্মার কাছে। একটা সময় সারেগামাপার মঞ্চ কাঁপানো সেই পারফর্মার আজ জাতীয় রিয়েলিটি শো এর বিচারক।
কমবেশি আমরা সকলেই জানি দেবদাস ছবির গান গেয়েই বলিউড সফর শুরু করেছিলেন শ্রেয়া ঘোষাল। কেরিয়ারে সফলতা আসার পরেই 2015 সালে বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়কে স্বামী হিসাবে পেয়েছিলেন শ্রেয়া। গায়িকার স্বামী শিলাদিত্য পেশায় ইঞ্জিনিয়ার। জানা যায়, যে সময় বিশেষ বন্ধু শিলাদিত্য ক্যারিয়ারে স্ট্রাগেল করছেন সেই মুহূর্তে শ্রেয়া ঘোষালের ঝুলিতে চলে এসেছে চারটি জাতীয় পুরস্কার, পাঁচবার সেরা গায়িকার সম্মান, ছয়টি ফিল্ম শেয়ার পুরস্কার ও নয়টি দক্ষিণী ফিল্মফেয়ার পুরস্কার।
শ্রেয়া ঘোষাল বিভিন্ন ভারতীয় ও বিদেশী ভাষায় ছবি এবং অ্যালবামের জন্য গান রেকর্ড করেছেন। তাঁর পুরস্কারের ঝুলিতে রয়েছে পাঁচটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার , চারটি কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার, দুটি তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার , দুটি বিএফজেএ পুরস্কার , সাতটি ফিল্মফেয়ার সহ দশটি ফিল্মফেয়ার পুরস্কারও। এককথায় বর্তমানে ভারতের সর্বশ্রেষ্ঠ মহিলা গায়িকাদের একজন হয়ে উঠেছেন শ্রেয়া।