Ram Mandir: রামলালার প্রতিষ্ঠা দিবসেই সন্তান চেয়ে গর্ভবতীদের ভিড় হাসপাতালে

Advertisements Ram Mandir Celebrations: সোমবার রামলালার প্রতিষ্ঠা। সেদিনই জন্ম নিক সন্তান। এমনটাই চাইছেন উত্তরপ্রদেশের অনেক মা-বাবা। সেই অনুযায়ী হাসপাতালে আবেদনের পাহাড়। সবার আবদার মেটাতে গিয়ে…

others Throng Uttar Pradesh Hospitals on Ramlala's Foundation Day

Advertisements

Ram Mandir Celebrations: সোমবার রামলালার প্রতিষ্ঠা। সেদিনই জন্ম নিক সন্তান। এমনটাই চাইছেন উত্তরপ্রদেশের অনেক মা-বাবা। সেই অনুযায়ী হাসপাতালে আবেদনের পাহাড়। সবার আবদার মেটাতে গিয়ে হিমশিম অবস্থা হাসপাতালের।

Advertisements

বাইশ জানুয়ারি দু’হাজার চব্বিশ। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। রামলালার প্রাণ প্রতিষ্ঠা। বিশেষ দিনকে আরও বিশেষ করতে চাইছেন উত্তরপ্রদেশের অনেক দম্পতি। তাঁরা চাইছেন, সেদিনই জন্ম নিক সন্তান। রামের নামের সঙ্গে জুড়ে থাকুক সন্তানের নাম। অনেকে সন্তানের নামও ঠিক করে ফেলেছেন। ছেলে হলে রাম। আর মেয়ে হলে সীতা।

অনেকেই চিকিৎসককে অনুরোধ করছেন বাইশে জানুয়ারি অস্ত্রপচারের। কেউ কেউ আবার সরাসরি হাসপাতালেই আবেদন করেছেন। সবার অনুরোধ যে ফেরানো যাবে না, তা বেশ ভালো বুঝতে পারছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাই বাইশে জানুয়ারি গর্ভবতী মায়েদের জন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে।