Princess Mako: জাপানের রাজকন্যার বিয়ে

অনলাইন ডেস্ক: জাপানের রাজকন্যের বিয়ে হবে। রাজমহলে সাজো সাজো রব। রাজকুমারী ম্যাকো রাজমহলের আদরে বৈভবে বড় হয়েছেন। এবার যাবেন সাধারণ পরিবারের বৌমা হয়ে। ভালোবাসার কাছে…

অনলাইন ডেস্ক: জাপানের রাজকন্যের বিয়ে হবে। রাজমহলে সাজো সাজো রব। রাজকুমারী ম্যাকো রাজমহলের আদরে বৈভবে বড় হয়েছেন। এবার যাবেন সাধারণ পরিবারের বৌমা হয়ে। ভালোবাসার কাছে ঐশ্বর্য তুচ্ছ। রাজকন্যা ম্যাকো বন্ধু কেমুরোকে বিয়ে করছেন। শ্বশুরবাড়িতে গিয়েছে রাজ ঘটক।

Advertisements

আগামী ২৬ অক্টোবর বিয়ের দিন পাকা হয়েছে। বিয়ের পর প্রাসাদ ছাড়বেন প্রিন্সেস ম্যাকো। জাপান থেকে চলে যাবেন মার্কিন মুলুকে। জাপানের রাজকন্যার বিয়ে নিয়ে দীর্ঘ সময় টালবাহানা চলছিল। এবার বিয়ে। রাজকন্যার বিয়ে।

Advertisements