Advertisements
আর মাত্র কয়েকটা দিন, তারপরেই শুরু হতে চলেছে এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপের (Durand Cup 2025) ১৩৪তম সংস্করণ। এই টুর্নামেন্টকে কেন্দ্র করে দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহের কমতি নেই। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৩ জুলাই কলকাতার বিখ্যাত বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে কলকাতা ময়দানের ঐতিহ্যবাহী ক্লাব ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে বেঙ্গালুরুর সাউথ ইউনাইটেড ফুটবল ক্লাব। ম্যাচের সূচি ঘোষণার পর থেকেই সমর্থকদের মধ্যে এই ম্যাচের টিকিট সংগ্রহ নিয়ে প্রবল কৌতূহল তৈরি হয়েছিল। অবশেষে, শুক্রবার সন্ধ্যায় ডুরান্ড কাপ কমিটির তরফে নেটমাধ্যমে এই বিষয়ে একটি বিশেষ পোস্ট আপলোড করা হয়েছে, যা সমর্থকদের উৎসাহকে আরও বাড়িয়ে দিয়েছে
Advertisements