CFL 2025 | মহামেডান আবার হতাশ করল! ভবানীপুরের দুর্দান্ত প্রত্যাবর্তন

Advertisements CFL 2025-এর বৃহস্পতিবার ছিল রুদ্ধশ্বাস নাটকীয়তায় ভরপুর। খিদিরপুরের কাছে হেরে আরও একবার জয়হীন থাকল মহামেডান স্পোর্টিং ক্লাব—তৃতীয় ম্যাচেও এল না কাঙ্ক্ষিত জয়। অন্যদিকে দুর্দান্ত…

CFL 2025, Mohammedan SC vs Kidderpore, Bhawanipore FC vs Wari AC, CFL Highlights, Kolkata Football League, Mohammedan SC Poor Form, Bhawanipore FC Comeback, CFL Match Review, Indian Football News, মহামেডান স্পোর্টিং, ভবানীপুর ক্লাব

Advertisements

CFL 2025-এর বৃহস্পতিবার ছিল রুদ্ধশ্বাস নাটকীয়তায় ভরপুর। খিদিরপুরের কাছে হেরে আরও একবার জয়হীন থাকল মহামেডান স্পোর্টিং ক্লাব—তৃতীয় ম্যাচেও এল না কাঙ্ক্ষিত জয়। অন্যদিকে দুর্দান্ত ঘুরে দাঁড়াল ভবানীপুর ক্লাব, উয়াড়িকে ৩-০ গোলে উড়িয়ে পুরনো ছন্দে ফিরল তারা। এই দুই ম্যাচে ফুটে উঠল দুই দলের বিপরীত ফর্ম। দেখে নিন ম্যাচের হাইলাইটস, বিশ্লেষণ ও পরবর্তী সম্ভাবনার চিত্র।

বিজ্ঞাপন