Alia Bhatt: প্রিয় শহর কলকাতায় ‘মেরি জান’ নিয়ে হাজির আলিয়া

শহর কলকাতা তাঁর খুব প্রিয় শহর। বিশেষ করে তিনি যতবার আসেন এখানকার মিষ্টির প্রেমে বেশি করে পরে যান। ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’-প্রচারে এসে যার কোনও অন্যথা হল…

Alia Bhatt: প্রিয় শহর কলকাতায় 'মেরি জান' নিয়ে হাজির আলিয়া

শহর কলকাতা তাঁর খুব প্রিয় শহর। বিশেষ করে তিনি যতবার আসেন এখানকার মিষ্টির প্রেমে বেশি করে পরে যান। ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’-প্রচারে এসে যার কোনও অন্যথা হল না। নলেন গুড়ের জলভরা সন্দেশে কামড় দিয়ে , আলিয়া এশহরের দর্শকদের উপহার দিলেন, তাঁর আগামী ছবি ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র ‘মেরি জান’ গানটি।

সাদা ঢাকাই, ডিপ কাট সাদা হাতকাটা ব্লাউজ, কানে লম্বা জড়োয়ার দুল, চুল টান করে খোঁপা। তার পাশ দিকে উঁকি দিচ্ছে সাদা ফুল। সঙ্গে ছোট্ট টিপ। দক্ষিণ কলকাতার এক প্রেক্ষাগৃহে সাক্ষাৎ ‘গঙ্গুবাই’ হয়েই এসে দাঁড়ালেন। প্রকাশিত হল ছবির আরও একটি গান।এ ই ছবির চরিত্রের কথা ভেবেই আজকাল সাদা শাড়ি ছাড়া অন্য কিছু পরতে দেখা যাচ্ছে না মহেশ-কন্যাকে। কলকাতাতেও তার অন্যথা হল না। নায়িকার কথায়, ‘দু’বছর ধরে এই চরিত্রের সঙ্গে বাস করছি আমি। এখন বাড়িতেও গঙ্গুবাইয়ের মতো গভীর গলায় কথা বলে উঠছি। এই চরিত্রের সঙ্গে নিজেকে আলাদা করা শক্ত।’

এদিন সকলকেই ২৫ ফেব্রুয়ারি ‘গঙ্গুবাই’ দেখার অনুরোধ করলেন আলিয়া। সঞ্জয় লীলা ভন্সালীর প্রসঙ্গে বললেন, “স্যরের প্রিয় চরিত্র ‘গঙ্গুবাই’। তিনি ওকে ‘রকস্টার’ বলেন। এই চরিত্রে অভিনয় করতে গিয়ে আগে থেকে শিখেপড়ে আসা যায় না। প্রত্যেক দিন শ্যুটে স্যরের সঙ্গে যা আলোচনা হত, সেটাই ছিল আমার কাছে ‘গঙ্গুবাই’এর পৃথিবী।”

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ‘গাঙ্গুবাই’ ট্রেলার। ট্রেলার শুরুতেই চমকে গেলেন দর্শকেরা। আলিয়া ভট্টকে এমন অবতারে আগে কখনও দেখেননি দর্শক। কামাথিপুরার গঙ্গুবাঈ হিসাবে আলিয়া ভট্টের অত্যাশ্চর্য চেহারা এবং তাঁর দুর্দান্ত অভিনয় আপনাকে মুগ্ধ করবে। এই চরিত্রটি পর্দার নিপুন করে ফুটিয়ে তোলার জন্য অভিনেত্রী কামাথিপুরার যৌনপল্লীতে থেকে বাস্তব জীবনের যৌনকর্মীদের সঙ্গে দেখা করেন। যেখানে বাস্তব জীবনের গঙ্গুবাঈ বছরের পর বছর ধরে ‘ম্যাডাম’ হিসাবে রাজত্ব করেছিলেন। ট্রেলার ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে।

Advertisements

এদিকে শাহরুখ খানের ‘রেড চিলিজ এন্টারটেনমেন্ট’-এর সঙ্গে জুটি বেঁধে প্রযোজনার ময়দানে নেমেছেন আলিয়া। ছবির নাম ‘ডার্লিংস’। সেই ছবিই মুক্তি পাবে ওটিটিতে। ডার্ক কমেডি ঘরানার এসিনেমা বড় পর্দার চেয়ে ওটিটি-র দর্শকদের মনে ধরবে বেশি। এমনটাই মনে করছেন নির্মাতারা। সেই ভাবনা থেকেই বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে কথাবার্তা শুরু।

উল্লেখ্য, ক্যাটরিনা-ভিকির পর এবার সাতপাকে বাঁধা পরতে চলেছে রনবীর-আলিয়া। টলিপাড়ার কান পাতলেই শোনা যাচ্ছে, রাজস্থানের রণথম্বোরে বসতে চলেছে বিয়ের আসর।