মোহনবাগানকে বিদায় জানালেন এই তরুণ ডিফেন্ডার

গত কয়েক সিজনে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant ) জার্সিতে যথেষ্ট নজর কেড়েছিলেন রাজ বাস্ফোর (Raj Basfore)। জুনিয়র দলের পাশাপাশি বেশ কয়েকবার সিনিয়র…

Mohun Bagan star Raj Basfore social media update

গত কয়েক সিজনে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant ) জার্সিতে যথেষ্ট নজর কেড়েছিলেন রাজ বাস্ফোর (Raj Basfore)। জুনিয়র দলের পাশাপাশি বেশ কয়েকবার সিনিয়র দলে ও সুযোগ করে নিয়েছিলেন এই বাঙালি ফুটবলার। বলতে গেলে দলের রক্ষণভাগ সামাল দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি‌। কিন্তু এবার আনুষ্ঠানিকভাবে সবুজ-মেরুন ছাড়ার কথা জানিয়ে দিলেন এই ফুটবলার। কিছু ঘন্টা আগেই নিজের সোশ্যাল সাইটে সেই কথা উল্লেখ করে একটি আগেবঘন বার্তা দেন রাজ। সেখানে তিনি লেখেন, “মোহনবাগানের প্রতি আমার আবেগ কতটা গভীর তা কেউ সত্যিই বুঝতে পারবে না। গত আড়াই বছর ধরে, আমি ভারতের সবচেয়ে বড় এবং পেশাদার ক্লাবগুলির মধ্যে একটিতে খেলার সৌভাগ্য পেয়েছি।”

Also Read | কলকাতায় পা রাখলেন বাগানের নয়া ব্রাজিলিয়ান ‘গোলমেশিন’ রবসন

   

আরও লেখেন, ” ছোটবেলা থেকেই আমি মোহনবাগানের ভক্ত, আর এই জার্সি পরাটা আমার স্বপ্ন ছিল। সেই স্বপ্ন সত্যি হয়েছে, আর এটাই আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় সম্মান। আজ, যখন আমার চুক্তি শেষ হচ্ছে, তখন বিদায় জানানোটা বেদনাদায়ক। কিন্তু সম্ভবত এটাই ভাগ্য লিখে রেখেছিল। এটাই একজন ফুটবলারের জীবন। আমাদের এগিয়ে যেতে হবে। তবুও, আমার হৃদয় বিশ্বাস করে যে এটাই শেষ নয়। আমি আশা করি একদিন আমি আবার সবুজ ও মেরুনে ফিরে আসব। এই বছরগুলো আমাকে অসংখ্য স্মৃতি দিয়েছে এবং মোহনবাগান চিরকাল আমার অংশ হয়ে থাকবে। জয় মোহনবাগান।”

Advertisements

তাঁর এই মন্তব্য নিঃসন্দেহে মন জয় করেছে আপামর বাগান সমর্থকদের। একটা সময় ইউনাইটেড স্পোর্টস ক্লাবের হয়ে পেশাদার ফুটবলে আত্মপ্রকাশ ঘটেছিল এই সেন্টার ব্যাকের। পরবর্তীতে সেখান থেকেই আইলিগ খেলতে যোগদান করেছিলেন ইন্ডিয়ান অ্যারোজে। তারপর গত ২০২৩ সালে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগানে আগমন ঘটেছিল এই ফুটবলারের। তারপর কেটে গিয়েছে প্রায় আড়াইটা বছর। সবুজ-মেরুন ব্রিগেডের যুবদলে যথেষ্ট নজর কেড়েছিলেন তিনি। বলাবাহুল্য, শেষ সিজনে প্রিমিয়ার ডিভিশন লিগের পাশাপাশি ঐতিহ্যবাহী ডুরান্ড কাপে ও একাধিক ম্যাচ খেলেছিলেন এই ডিফেন্ডার।

তবে পরবর্তীতে দেশের প্রথম ডিভিশন লিগের স্কোয়াডে থাকলেও খুব একটা সুবিধা করতে পারেননি। তিনি। অবশেষে আজ মঙ্গলবার ক্লাব ছাড়ার কথা জানিয়ে দিলেন তিনি নিজেই।