
ভারতীয় ক্রিকেটে মহিলাদের উত্থানের গল্পে নতুন মাত্রা যোগ করেছে উইমেন্স প্রিমিয়ার লিগ (WPL 2026)। ২০২৩ সালে BCCI হাত ধরে শুরু হওয়া এই টুর্নামেন্ট ২০২৬ সালে এসে পৌঁছেছে আরও বড় উন্মাদনা নিয়ে। বিশেষ করে স্মৃতি মান্ধানা, রিচা ঘোষদের হাত ধরে ভারতের ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের পর WPL ঘিরে আগ্রহ এখন তুঙ্গে। আর সেই উত্তেজনাকে দ্বিগুণ করতেই এবারের মরশুমের শুরুতে থাকছে চোখ ধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠান।
বাংলাদেশে IPL সম্প্রচার বন্ধ, আগুনে ঘি ঢেলে ‘বিরাট’ মন্তব্য পাক পেসারের
শুক্রবার, ৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে WPL নতুন মরশুম। প্রথম ম্যাচেই মুখোমুখি হবে দুই শক্তিশালী দল, মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে মাঠের লড়াই শুরুর আগেই নজর কাড়বে উদ্বোধনী অনুষ্ঠান।সেখানে বলিউড ও বিনোদন জগতের একাধিক তারকা মঞ্চ মাতাতে প্রস্তুত।
হানি সিং-জ্যাকলিনে জমবে উদ্বোধনী মঞ্চ
এবারের ওপেনিং সেরেমনির সবচেয়ে বড় আকর্ষণ জনপ্রিয় র্যাপার ও সঙ্গীতশিল্পী ইয়ো ইয়ো হানি সিং। তাঁর ঝাঁকুনি দেওয়া গানে নতুন প্রজন্মের উন্মাদনা যে কতটা, তা বলার অপেক্ষা রাখে না। মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে ম্যাচের আগে তাঁর পারফরম্যান্সে উত্তাপ ছড়াবে বলে আশা ক্রিকেটপ্রেমীদের।
When the beat drops, history begins. 🎤🔥
Yo Yo Honey Singh takes centre stage at the TATA WPL 2026 Pre Match Entertainment – setting the tone for an electrifying season! 🙌
📍 DY Patil Stadium | 🗓 9th January#TATAWPL | #MIvRCB | #KhelEmotionKa | @asliyoyo pic.twitter.com/9eAh6wX69H
— Women’s Premier League (WPL) (@wplt20) January 7, 2026
হানি সিংয়ের পাশাপাশি মঞ্চে থাকবেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। গ্ল্যামার ও নাচের মেলবন্ধনে তিনি অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করবেন। এখানেই শেষ নয়, ২০২১ সালের মিস ইউনিভার্স হারনাজ সিন্ধু’কেও দেখা যাবে এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে। বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মহিলাদের সাহস, আত্মবিশ্বাস এবং ক্রীড়াক্ষেত্রে তাঁদের সাফল্যকে সম্মান জানাতেই এই তারকাখচিত আয়োজন।
কখন ও কোথায় দেখবেন লাইভ?
WPL উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে শুক্রবার, ৯ জানুয়ারি, প্রথম ম্যাচের ঠিক আগে।
সময়: সন্ধে ৬টা ৪৫ মিনিট (ভারতীয় সময়)
স্থান: DY পাটিল স্টেডিয়াম, মুম্বই
যাঁরা মাঠে উপস্থিত থাকতে পারবেন না, তাঁদের জন্য রয়েছে লাইভ দেখার ব্যবস্থা।
টিভিতে: স্টার স্পোর্টস নেটওয়ার্ক
অনলাইনে: জিওহটস্টার অ্যাপ ও ওয়েবসাইট
এছাড়াও জিওসিনেমা অ্যাপ ও ওয়েবসাইটে দেখা যাবে ম্যাচসহ সম্পূর্ণ আয়োজন। ক্রিকেট আর বিনোদনের মেলবন্ধনে WPL এবারের উদ্বোধন যে একেবারে জমজমাট হতে চলেছে, তা বলাই যায়। মাঠের বাইরের এই রঙিন সন্ধ্যার পর শুরু হবে মাঠের ভেতরের রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষায় গোটা দেশ।










