বিশ্বের সব থেকে লম্বা নাকের অধিকারীর মৃত্যু

বিশ্বের সব থেকে লম্বা নাকের অধিকারীর মৃত্যু হল। বয়য হয়েছিল ৭৫ বছর। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের তরফে তাদের ওয়াবসাইটে এই শোকসংবাদটি দেওয়া হয়।

তুরস্কের মেহমেট ওজ়ইউরেকের নাক ছিল ৩।৪৬ ইঞ্চি লম্বা। এই বিশ্ব রেকর্ড গিনেসের তরফে ২০২১ সালের নভেম্ব্র মাসে নিশ্চিত করে।

   

এর আগে মেহমেট ওজ়ইউরেককে দুবার সব থেকে লম্বা নাকের স্বীকৃতি দেওয়া হয়। ওজ়ইউরেক ভীষণই প্রাণবন্ত ছিলেন। তিনি প্রায়ই গর্ব করে তাঁর নাকের কথা বলতেন।

মেহমেট ওজ়ইউরেকের শেষকৃত্ব্য সম্পন্ন হয় আর্টভিনে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের তরফে জানানো হয়েছে মেহমেট হঠাৎ করে পড়ে যান এবং তারপর হ্রদরোগে আক্রান্ত হন। তাঁর একটি অস্ত্রপচার হওয়ার কথা ছিল। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি প্রয়াত হন।

মেহমেট ওজ়ইউরেক একবার বলেছিলান তার লম্বা নাক পারিবারিক বৈশিষ্ঠ, কিন্তু আসল কারণ কোনও দিনও জানা যায়নি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন