কোভিডের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

গোটা বিশ্বজুড়েই করোনার সংক্রমণ ক্রমশই কমে আসছে। যে কারণে বহু দেশ করোনা বিধিনিষেধ শিথিল করেছে। কিন্তু এরই মধ্যে ওমিক্রনের নতুন সাব স্ট্রেনের বিষয়ে সতর্ক করল…

গোটা বিশ্বজুড়েই করোনার সংক্রমণ ক্রমশই কমে আসছে। যে কারণে বহু দেশ করোনা বিধিনিষেধ শিথিল করেছে। কিন্তু এরই মধ্যে ওমিক্রনের নতুন সাব স্ট্রেনের বিষয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু-র কোভিড টেকনিক্যাল টিমের প্রধান মারিয়া ভান কারখোভ জানিয়েছেন, এখনও ভাইরাসের বিবর্তন ঘটেছে। ইতিমধ্যেই ওমিক্রনের কয়েকটি সাব স্ট্রেনের সন্ধান মিলেছে। যার মধ্যে বিএ-২ অত্যন্ত সংক্রামক।

পরিসংখ্যান বলছে গত সপ্তাহে গোটা বিশ্বে করোনার বলি হয়েছেন ৭৫ হাজার মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্পষ্ট জানিয়েছে, ওমিক্রনের উপসর্গ আদৌ কম নয়। তবে ডেল্টার তুলনায় উপসর্গ অনেকটাই কম। কারখোভ আরও বলেছেন, ওমিক্রনের ঢেউ এখন পূর্ব ইউরোপের দিকে অগ্রসর হচ্ছে। সেখানে প্রতি পাঁচজন ওমিক্রন আক্রান্তের মধ্যে একজন বিএ-২ স্ট্রেনে আক্রান্ত হয়েছেন। কোভিড প্রতিরোধে যথাযথ বিধিনিষেধ মেনে না চললে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।

   

অন্যদিকে ২৪ ঘণ্টার মধ্যে দেশে ফের কমেছে দৈনিক সংক্রমণ। কমেছে মৃত্যুর হার। শুক্রবার স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন থেকে জানা গিয়েছে, শেষ ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৫৯২০ জন। ২৪ ঘন্টায় করোনা কেড়ে নিয়েছে ৪৯২ জনের প্রাণ। সংক্রমণ ও মৃত্যু দুই বৃহস্পতিবারের চেয়ে কম। কমেছে করোনা পজিটিভিটির হারও। বুলেটিন থেকে জানা গিয়েছে, বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার দেশে আক্রান্তের সংখ্যা কমেছে প্রায় ১৬ শতাংশ। মৃত্যুর সংখ্যা কমলেও তা এখনও কিছুটা উদ্বেগে রেখেছে সরকারকে।

Advertisements

শুক্রবার করোনা পজিটিভিটির হার অনেকটাই কমে হয়েছে ২.০৭ শতাংশ। করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৬৬২৫৪ জন। সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে হয়েছে ২ লক্ষ ৯২ হাজার ৯২ জন। শুক্রবার সকালে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৮.১২ শতাংশ। শুক্রবার সকাল পর্যন্ত দেশে প্রায় ১৭৪ কোটি ৬৫ লক্ষ ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News