UK: মদের পার্টিতেই প্রধানমন্ত্রীর পদ সংকট, দলেই জমাট অনাস্থা জোট

Boris Johnson

বিশ্বজোড়া লকডাউন নিয়ম ভেঙে মদ খাওয়ার পার্টি দিয়ে বিপদে ইংল্যান্ডের (UK) প্রধানমন্ত্রী বরিস জনসন। তাঁর বিরুদ্ধে পদাধিকার ক্ষমতার অপব্যবহার করার অভিযোগে ব্রিটেন রাজনীতি সরগরম। পার্লামেন্টে ক্ষমা চেয়েও রেহাই মিলছে না। এবার দলের একাধিক সদস্য খোদ প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই অনাস্থা প্রস্তাব আনতে চলেছেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধে অনাস্থা ভোট আনতে একাট্টা হয়েছেন তাঁর নিজের দলেরই বেশ কয়েকজন এমপি। বিবিসি জানাচ্ছে, কোভিড বিধি ভেঙে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে পার্টির খবর প্রকাশ্যে আসার প্রেক্ষিতে কনজারভেটিভ পার্টির সিনিয়র এমপিদের ক্ষোভ তুঙ্গে।

   

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, কনজারভেটিভ পার্টির জ্যেষ্ঠ এমপিরা বরিস জনসনের পাশে নেই। ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সম্মিলিতভাবে অনাস্থা জানিয়ে চিঠি পাঠাতে যাচ্ছেন তাঁরা।

ব্রিটিশ আইন অনুসারে, ক্ষমতাসীন দলের অন্তত ১৫ শতাংশ এমপি যদি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন, তা হলে পার্লামেন্টে আলোচনার জন্য গৃহীত হবে। তবে, কত জন এমপি ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছেন, তা এখনও জানা যায়নি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন