কেমন যাবে ২০২৩ কাটবে ভারত ও বাংলার? জেনে নিন সংখ্যাতত্বের বিচার

numerology

হাজির ২০২৩ সাল। ২০২৩ সাল কেমন যেতে পারে তা নিয়ে ছোট্ট একটি বিশ্লেষণ করলেন সংখ্যাতত্ববিদ (numerology) প্রীতম দাস। তাঁর বিশ্লেষণ অনুযায়ী সংখ্যা তথ্য অনুসারে দেখতে গেলে এই বছর মুলাঙ্ক ও ভাগ্যাঙ্ক – ৭ ও ৯। এর পাশাপাশি অন্যান্য যে সংখ্যাগুলোর আধিপত্য দেখা যাচ্ছে তা হলো ১ , ২ , ৭ ও ৯। অন্যদিকে , বছরের শুরুতে মেষ রাশি , তৈতিল করন।

এই বছর মুখ্যত যে বিষয়টি দেখা যাচ্ছে তা হলো , এই বছর ভারতবর্ষের কোথাও না কোথাও বড়সড় ভূমিকম্প অনুভূত হওয়ার সম্ভাবনা আছে। ক্ষয়ক্ষতি ও প্রাণহানির যোগ বিদ্যমান।

   

অন্যদিকে, পশ্চিমবঙ্গের কথা যদি বলি তাহলে এক্ষেত্রে এই বছর পশ্চিমবঙ্গের ঝড় জ্বালা দেখা যাচ্ছে। একাধিক ঝড়ে প্রভাবিত বা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। একাধিক ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রভাবিত হওয়ার সম্ভাবনা বিদ্যমান। ঘূর্ণিঝড়ের প্রায় সরাসরি আঘাত অথবা ঘূর্ণিঝড়ের বড় একটা অংশ পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হতে পারে! মোদ্দা কথা , ঝড় দ্বারা ক্ষতিগ্রস্ত বা প্রভাবিত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তাই বললাম।

এর পাশাপাশি , বিভিন্ন কারণে হাসপাতালে রোগী বৃদ্ধির সম্ভাবনা একরকম আছে। অন্যদিকে এই বছর বিশিষ্ট বা বড় ধরনের কোন নেতা মন্ত্রী ক্ষতিগ্রস্ত হওয়া বা কোন বাদ বিবাদে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবে মূলত যে দুটি সম্ভাবনার প্রাবল্য কিছুটা হলেও বেশি তা হল ভারতবর্ষের কোথাও না কোথাও ভূমিকম্প ও তাতে ক্ষয়ক্ষতি ও প্রাণীর সম্ভাবনাও বিদ্যমান আছে আর দ্বিতীয় পশ্চিমবঙ্গে এই বছর ঝড়-ঝঞ্ঝাটের প্রভাবিত হওয়ার সম্ভাবনা দেখা গেছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন