HomeUncategorizedweekend Tour: উইকএন্ডের সেরা ডেস্টিনেশন ঝিলিমিলি গাছ বাড়ি

weekend Tour: উইকএন্ডের সেরা ডেস্টিনেশন ঝিলিমিলি গাছ বাড়ি

- Advertisement -

শান্ত নিরিবিলি পরিবেশে শালের জঙ্গলে ছাওয়া একটি টিলার উপর ইকো ট্যুরিজম রিসর্টের ট্রি হাউস (Jhilimili)। ট্রি হাউসের বারান্দায় বসে সারাদিন গাছে গাছে নানা পাখির ডাক শোনা, গাছের গায়ে কাঠবিড়ালিদের দাপাদাপি, বা নিচের জমিতে মুরগীদের খেলে বেড়ানো, টিলার নিচের জঙ্গল, মাঠঘাটের পানে চেয়ে সবুজের আস্বাদন, কখনও বা নিচে গ্রামের রাস্তায় দু একটি গাড়ির শব্দ। যেদিকে চোখ যায় শুধুই সবুজ আর সবুজ।

উইকএন্ডে ঘুরে আসতে পারেন ঝিলিমিলি (Jhilimili)। সাথে জঙ্গল মহলের বন্য পরিবেশে তালবেরিয়া ড্যাম, সুতানের জঙ্গল, কাঁকড়াঝোড়, বেলপাহাড়ী। বাঁকুড়া জেলায় হলেও ঝিলিমিলির অবস্থান তিনটি জেলা – বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামের সংযোগ স্থলের কাছে।

   

কলকাতা থেকে ২৩৭ কিলোমিটার ।গাড়িতে সময় লাগে পাঁচ ঘন্টা।সপ্তাহের শেষে অবসর কাটানোর জায়গা ঝিলিমিলি।সবুজ আর পাখিদের কলকাকলিতে পিকনিকের সময় অনেকেই আসেন নিরিবিলিতে সময় কাটানোর জন্য।কাছেই তালবেরিয়া বাঁধ।শাল,পিয়াল,মহুয়া , শিমুলে মন মাতবে আপনার।তার সাথে আছে পাখিদের কলকাকলি। আশপাশে আদিবাসী গ্রাম।যেখানে জানুয়ারী মাসের মাঝামাঝি অনুষ্টিত হয় টুসু পরব। মকর সংক্রান্তিতে হয় সাঁওতাল মেলাও।ঝিলিমিলি থেকে সাত কিলোমিটার দূরেই রয়েছে সুতান লেক। যতক্ষণ ইচ্ছে ততক্ষণ বসে পাখিদের কলতান শুনুন।কারন বারন করার কেউ নেই।

ঝিলিমিতে থাকার সেরা ঠিকানা রিমিল ইকো ট্যুরিজম সেন্টার। মূলত এটি ঝিলিমিলিতে থাকার জন্য একটি জায়গা। জায়গাটি খুব শান্ত । আপনি রিমিল ইকো পর্যটন কেন্দ্রে একটি গ্রামের স্বাদ অনুভব করবেন। রিসর্টের পাশাপাশি বেশ কয়েকটি গ্রামও রয়েছে। আপনি যদি ঝিলিমিলিতে থাকতে চান তবে রিমিল ইকো ট্যুরিজম আপনার জন্য সেরা বিকল্প।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular