রাশিয়ার আগ্রাসনের ফলে বিপর্যস্ত ইউক্রেন। নাগরিকদের সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। প্রায় ১.৫ মিলিয়নেরও বেশি মানুষ ইউক্রেন থেকে প্রতিবেশী দেশগুলিতে পাড়ি দিয়েছেন। এমনই এক শরণার্থী মেয়ের ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওটি ইউক্রেন থেকে পালিয়ে আসা সাত বছর বয়সী একটি মেয়ের। তার নাম আরিনা। রোমানিয়ার এখটি শরণার্থী শিবিরে স্বেচ্ছাসেবক এবং জরুরি পরিষেবা কর্মীরা সেই শিবিরেই তার জন্মদিনের পালন করেন। স্বেচ্ছাসেবকরা তাকে উপহার এবং বেলুন দিয়ে শুভেচ্ছা জানান। জন্মদিনে গানও গেয়েছেন স্বেচ্ছাসেবকরা। সবাই তার জন্য দিনটিকে বিশেষভাবে উদযাপন করে। অরিনা নিজে আনন্দে উদ্ভাসিত।
View this post on Instagram
ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে “মানবতা… রোমানিয়ার একটি শরণার্থী শিবির একটি ইউক্রেনীয় মেয়ের জন্য তার ৭তম জন্মদিনে একত্রিত হয়েছে। আসুন নীচে আরিনাকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানাই। সাহায্যকারীদের ধন্যবাদ।”
আরিনার পরিবার সিরেট সীমান্ত ক্যাম্পে রয়েছে। সেখানে রোমানিয়া ও ইউক্রেনের মধ্যে সীমান্ত রয়েছে। চেরনিভতসি শহর থেকে এর দূরত্ব প্রায় ২০ মাইল। রাষ্ট্রসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডে টুইট করেছেন, “১০ দিনে ইউক্রেন থেকে ১.৫ মিলিয়নেরও বেশি শরণার্থী প্রতিবেশী দেশগুলিতে প্রবেশ করেছে।” ২৪ ফেব্রুয়ারি রাশিয়া আক্রমণ করার পর থেকে, মোট ৯ লক্ষ ২২ হাজার ৪০০ মানুষ ইউক্রেন থেকে পোল্যান্ডে পালিয়ে গিয়েছেন বলে পোলিশ সীমান্তরক্ষীরা রবিবার জানিয়েছেন। হাঙ্গেরি, মলদোভা, রোমানিয়া এবং স্লোভাকিয়াতেও ইউক্রেনের শরণার্থীদের আসছেন।