ধারালো অস্ত্র নিয়ে শহর দাপিয়ে বেড়াচ্ছে বানর

বাঁদরের বাঁদরামিতে অতিষ্ঠ ব্রাজিলের একাংশ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, একটি বানরকে গোটা শহরজুড়ে হাতে ধারালো অস্ত্র নিয়ে দাপিয়ে বেড়াতে।…

ধারালো অস্ত্র নিয়ে শহর দাপিয়ে বেড়াচ্ছে বানর

বাঁদরের বাঁদরামিতে অতিষ্ঠ ব্রাজিলের একাংশ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, একটি বানরকে গোটা শহরজুড়ে হাতে ধারালো অস্ত্র নিয়ে দাপিয়ে বেড়াতে।

জানা গিয়েছে, ব্রাজিলের পিয়াউয়ি অঙ্গরাজ্যের কোরেন্তে এই ঘটনা সামনে এসেছে। যেখানে একটি বড় জাতীয় উদ্যান রয়েছে। সেখান থেকেই বানরের হাতে ছুরি নিয়ে ফুটেজও সামনে এসেছে। ফুটেজে দেখা যাচ্ছে, একটি শপিং সেন্টারের ব্যালকনিতে রয়েছে বাঁদরটি। শুধু তাই নয়, বানরটি ছুরি নিয়ে আসা-যাওয়া করা লোকজনকে ভয় দেখানোর চেষ্টা করছে। এই দৃশ্য দেখেই মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে।

ধারালো অস্ত্র নিয়ে শহর দাপিয়ে বেড়াচ্ছে বানর

Advertisements

এহেন ভয়ঙ্কর ভিডিওটি রেকর্ড করেছেন স্থানীয় নাগরিক আলেসান্দ্রো গুয়েরা। তিনি বলেন, এই বানরটি এক সপ্তাহ ধরে শহরে আতঙ্ক সৃষ্টি করেছে। ছুরি দিয়ে সে অনেক ছাদের ক্ষতি করেছে। বানরটিকে দেখতে বিপজ্জনক মনে হলেও ধারণা করা হচ্ছে, এটি এখন পর্যন্ত কোনো মানুষের কোনো ক্ষতি করেনি।