ঠাঁই নেই ঠাঁই নেই ম্যাডাম…হন্যে হয়ে দেশ খুঁজছেন পলাতক ‘দেশহীন’ হাসিনা!

Bangladesh PM Sheikh Hasina Warns

যাকে ফোন করছেন সেই পরিচিত। রাষ্ট্রসংঘের বৈঠক বা কোনও বিশ্ব সম্মেলনে এমনকি সৌজন্যমূলক সফরে বারহার দেখা হয়েছে। তবে এখন আর কেউ কথা বলতে চায় না বেশি। সবাই শেখ হাসিনার মুখের উপর দরজা বন্ধ করে দিচ্ছে।নির্বাসিত শেখ হাসিনার ঠিকানা কী হবে? তিনি নিজেই জানেন না। গণঅভ্যুত্থানের মুখে জীবন বা়ঁচাতে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে এসেছেন। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তাঁর নিজের দেশেই ‘গণহত্যাকারী’ তকমা লেগেছে। তাঁকে দেশে ফিরিয়ে এনে বিচার করার দাবি জোরালো। জানা যাচ্ছে ক্ষমতায় আসা অন্তর্বর্তীকালীন সরকার সেই উদ্যেগ শুরু করবে। পরে নির্বাচিত সরকার শেখ হাসিনার বিরুদ্ধে হুলিয়া জারি করতে পারে।

বাংলাদেশে কোটা আন্দোলনের মুখ, হাসিনার পতনের অগ্রদূত, কে এই নাহিদ ইসলাম?

   

শেখ হাসিনা কোথায়? সোমবার গনববিক্ষোভের মুখে ঢাকা থেকে সেনা নিরাপত্তায় বাংলাদেশ ত্যাগ করেন।সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা তিনি ভারতে আশ্রয় নেন। মঙ্গলবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর বলেছেন শেখ হাসিনা ভারতেই আছেন। এস জয়শঙ্কর বলেছেন, শেখ হাসিনা তাদের কাছে ‘অল্প সময়ের মধ্যে’ জরুরি ভিত্তিতে আশ্রয় চান। এ সময় হাসিনা আরও জানান, ভারতে অল্প সময়ের জন্য অবস্থান করবেন তিনি।

অবশেষে ‘স্বাধীনতা’র স্বাদ পেলেন জিয়া

ব্রিটেন সরকারের কাছে আশ্রয়ের আবেদন করেছিলেন শেখ হাসিনা। সেই আবেদন মঞ্জুর হয়নি। বাংলাদেশ ও ব্রিটেনের দ্বৈত নাগরিক শেখ রেহানা। তিনি শেখ হাসিনার সঙ্গেই ভারতে আছেন। রেহানার কন্যা ব্রিটেনের বর্তমান লেবার পার্টির হেভি়ওয়েট সাংসদ টিউলিপ সিদ্দিক। ফলে রেহানা ব্রিটেন যেতে পারবেন। আর ভ্রমণ ভিসা পেতে পারেন শেখ হাসিনা।

পরিস্থিতি বুঝে শেখ হাসিনার ভিসা বাতিল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেদেশেই আছেন হাসিনার পুত্র জয়। বৃটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান এক্স বার্তায় জানিয়েছেন, শেখ হাসিনা সোমবার বিকেলে বাংলাদেশ ছেড়েছেন এবং ভারতে বসেই তার পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে। তার ছেলে সজীব ওয়াজেদ জয় ভার্জিনিয়ায় থাকেন। মার্কিন যুক্তরাষ্ট্রে হাসিনার ভ্রমণের কোনও পরিকল্পনা ছিল কি না তা স্পষ্ট নয়।ব্রিটিশ সাংবাদিক লিখেছেন, হাসিনা যুক্তরাজ্যে আশ্রয় চাওয়ার কথা বিবেচনা করছেন, সেখানে তার বোন (শেখ রেহানা) এবং ভাগ্নি (এমপি টিউলিপ সিদ্দিক) থাকেন। হাসিনা যে পদ্ধতিতে ব্রিটেনের কাছে আশ্রয় চেয়েছেন, অভিবাসন আইন অনুযায়ী তা সম্ভব নয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন