উৎসবের ভিড় সামলাতে বন্দে ভারত-সহ অতিরিক্ত ১০২৪ ট্রেন ঘোষণা রেলের

দিল্লি, ৯ অক্টোবর: উৎসবের মরশুম এলেই ভারতের কোটি কোটি মানুষ পরিবারের সঙ্গে সময় কাটাতে ঘুরতে যাওয়াপ কথা ভাবেন। দীপাবলি ও ছট—এই দুটি গুরুত্বপূর্ণ উৎসব সামনে…

Vande Bharat Takes the Spotlight in Railways’ Mega Festive Plan

দিল্লি, ৯ অক্টোবর: উৎসবের মরশুম এলেই ভারতের কোটি কোটি মানুষ পরিবারের সঙ্গে সময় কাটাতে ঘুরতে যাওয়াপ কথা ভাবেন। দীপাবলি ও ছট—এই দুটি গুরুত্বপূর্ণ উৎসব সামনে রেখে প্রতিবছরই রেলযাত্রার চাহিদা আকাশছোঁয়া হয়ে ওঠে। এই অতিরিক্ত যাত্রীচাপ সামলাতে ভারতীয় রেল ঘোষণা করেছে ১০২৪টি বিশেষ ট্রেন পরিষেবার। যার মধ্যে সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রে রয়েছে নয়াদিল্লি থেকে পাটনা পর্যন্ত চলা বন্দে ভারত (Vande Bharat)  স্পেশাল ট্রেন।

Advertisements

দীপাবলি ও ছট উপলক্ষে এই বছর প্রথমবারের মতো দিল্লি-পাটনা রুটে চালু হচ্ছে একটি বিশেষ বন্দে ভারত স্পেশাল ট্রেন। আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এই ট্রেনটি প্রতিদিন সকাল ৮টা ৩৫ মিনিটে নয়াদিল্লি থেকে যাত্রা শুরু করবে। যাত্রাপথে এটি থামবে আলিগড়, কানপুর সেন্ট্রাল, প্রয়াগরাজ, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় (মুঘলসরাই), বক্সার এবং আরা স্টেশনে। প্রায় ১৩ ঘণ্টার যাত্রা শেষে রাত সাড়ে ৯টা নাগাদ ট্রেনটি পৌঁছাবে পাটনা স্টেশনে।

বিজ্ঞাপন

বন্দে ভারত ট্রেন সাধারণত স্বল্প দূরত্বের মধ্যে উচ্চগতিসম্পন্ন পরিষেবা দেয়। কিন্তু এই বিশেষ সংস্করণটি একটি মিড-রেঞ্জ লং-ডিস্ট্যান্স রুটে চালু হওয়ায় যাত্রীদের মধ্যে আগ্রহ তুঙ্গে। টিকিট পাওয়া নিয়েও শুরু হয়েছে হিড়িক।

পূর্ব রেল, পশ্চিম রেল, দক্ষিণ-পূর্ব রেল, উত্তর-পূর্ব সীমান্ত রেলসহ বিভিন্ন জোন থেকে বাড়ানো হচ্ছে পরিষেবা। এর ফলে উৎসবের সময় বাড়ি ফিরতে কিংবা ভ্রমণে যেতে যাত্রীদের আর অতিরিক্ত চাপ নিতে হবে না। এই ট্রেনগুলির মধ্যে রয়েছে শতাব্দী, জনশতাব্দী, সুপারফাস্ট, এক্সপ্রেস, স্লীপার ও এসি ক্লাস ট্রেন, যার ফলে নানা স্তরের যাত্রীদের জন্য সুযোগ সৃষ্টি হয়েছে।