ভাঙা ট্রাক দিয়ে ছুটলো বৈশালী এক্সপ্রেস, আতঙ্কিত যাত্রীরা

ফের প্রকাশ্যে রেল দফতরের গাফিলতি। বিহারে বেগুসরাইয়ে ভাঙা ট্র্যাকের উপর দিয়ে ছুটলো বৈশালী এক্সপ্রেস (Vaishali Express)। সৌভাগ্যের বিষয় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রেলের আধিকারিকরা ট্র্যাক…

Vaishali Express

ফের প্রকাশ্যে রেল দফতরের গাফিলতি। বিহারে বেগুসরাইয়ে ভাঙা ট্র্যাকের উপর দিয়ে ছুটলো বৈশালী এক্সপ্রেস (Vaishali Express)। সৌভাগ্যের বিষয় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রেলের আধিকারিকরা ট্র্যাক ফাটলের কথা জানতে পারলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি ওই ট্র্যাক দিয়ে যাওয়া তিনসুকিয়া-রাজেন্দ্র নগর এক্সপ্রেস ট্রেনটিকে লাল সিগন্যাল দেখিয়ে থামিয়ে দেওয়া হয়। রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে ভাঙা ট্র্যাকটি মেরামতি করেন। এই ঘটনায় প্রায় আধাঘণ্টা ওই রুটে যান চলাচল ব্যাহত হয়।

Advertisements

ঘটনাটি ঘটেছে বেগুসরাই-খাগড়িয়া রেলপথের দানৌলি ফুলওয়ারিয়া এবং লাখো স্টেশনের মধ্যে। সেখানে রেললাইনে ফাটল দেখা দেয়। এই ভাঙা ট্র্যাকের উপর দিয়ে যাত্রীবাহী বৈশালী এক্সপ্রেস ছুটে যায়। রেল সুত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ৪১ নম্বর রেলগেটের কাছে রেলপথে ফাটল দেখা দেয়। খবর পাওয়া মাত্রই ওই রুটে ট্রেন চলাচল বন্ধ করা হয়। এতে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। বেগুসরাইয়ের দানৌলি ফুলওয়ারিয়া এবং লাখো স্টেশনের মধ্যে ট্র্যাক ভাঙার খবর পাওয়া মাত্রই রেলের দল মেরামত করতে ঘটনাস্থলে পৌঁছায়। এই ঘটনায় রাজ্যরাণী এক্সপ্রেস সহ অনেক ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পরে।