মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) নিউইয়র্কে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ৯ শিশুসহ ১৯ জন মৃত। গুরুতর দগ্ধ অবস্থায় আরও ৩২ জনকে হাসপাতালে ভর্তি করেছেন উদ্ধার কর্মীরা।
Advertisements
নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডাম বলেছেন, মহানগরীটির গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড এটি।
রবিবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলায় প্রথম আগুন লাগে। এর পর ১৯তলা অ্যাপার্টম্যান্ট ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে। এতে অগ্নিদগ্ধ ও ধোঁয়ায় দমবন্ধ হয়ে এই হতাহতের ঘটনা ঘটে। ফক্স নিউজ ও বিবিসি জানাচ্ছে এই খবর।
Advertisements
আগুন ধরে যাওয়ার খবর পেয়ে দুই শতাধিক দমকল কর্মী আগুন নেভানোর কাজে ঝাপিয়ে পড়েন। প্রথমিকভাবে ধারণা করা হয়, বৈদ্যুতিক হিটার থেকে আগুনের সূত্রপাত হয়েছে।