Pakistan: “মস্কো সফরের শাস্তি!” ইমরানের পরিস্থিতি নিয়ে মন্তব্য রাশিয়ার

পাকিস্তানে চলমান রাজনৈতিক ডামাডোলের মধ্যে নতুন এক মন্তব্য করল রাশিয়া। দেশের বিদেশ মন্ত্রক জানিয়েছে ইমরান খানের কাছে একটি “হুমকি চিঠি” এসেছিল। সেখানে বলা হয়, “যেহেতু ইমরান খান তাঁর রাশিয়া সফর বাতিল করেননি, তাই মার্কিন যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে ইমরান খানকে তারা শাস্তি দেবে।

প্রসঙ্গত, এর আগে, ইমরান খান বলেছিলেন যে একটি দিশ তাঁর স্বাধীন বিদেশনীতিকে অস্বীকার করে। তিনি দাবি করেছিলেন যে ওই দেশ তাঁকে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করতে চায়। এতে তারা পাকিস্তানকে “ক্ষমা” করবে। ইমরান বলেছিলেন যে তিনি “হুমকি” পেয়েছেন যেখানে তাঁর শাসন পরিবর্তনের কথা বলা হয়েছে। তিনি এও বলেন যে তাঁকে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণ করার ষড়যন্ত্র চলছে।

   

উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসে তিনি রাশিয়া সফরে যান। ইউক্রেনে রাশিয়ার আক্রমণকে “রোমাঞ্চকর” বলে বর্ণনা করেছিলেন।

ইমরান প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যান সোমবার। আগামী ৯০ দিনের মধ্যে জাতীয় নির্বাচন। বর্তমানে সরকার চলছে তদারকি প্রধানমন্ত্রীর নির্দেশে। প্রাক্তন প্রধান বিচারপতি গুলজার আহমেদ পাকিস্তানের কেয়ারটেকার সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন। তদারকি প্রধানমন্ত্রী হিসেবে ইমরান বেছে নেন গুলজারকে। দেশের তদারকি প্রধানমন্ত্রীর নাম ঠিক করতে সোমবার বৈঠকে বসে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ। দলের কোর কমিটির সেই বৈঠকেই তদারকি প্রধানমন্ত্রী পদে গুলজারের নাম সুপারিশ করেন ইমরান খান। সর্বসম্মতিক্রমেই গুলজারের নাম চূড়ান্ত হয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন