রুশ-ইউক্রেন যুদ্ধ জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে: বাইডেন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বন্দর শহর মারিউপোল দখল করার কথা ঘোষণা করেছেন। আন্তর্জাতিক মহল মনে করছে, রাশিয়ার কাছে ইউক্রেনের আত্মসমর্পন কার্যত সময়ের অপেক্ষা। এরই…

Russo-Ukrainian war

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বন্দর শহর মারিউপোল দখল করার কথা ঘোষণা করেছেন। আন্তর্জাতিক মহল মনে করছে, রাশিয়ার কাছে ইউক্রেনের আত্মসমর্পন কার্যত সময়ের অপেক্ষা। এরই মধ্যে ইউক্রেন নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (US President Joe )। স্পষ্ট জানালেন যুদ্ধ এখনও শেষ হয়নি। বরং তা এক জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে।

ইউক্রেন যাতে রাশিয়ার বিরুদ্ধে স্বাধীনতার লড়াই চালাতে পারে সেজন্য আমেরিকা তাদের আরও বেশি করে সামরিক সাহায্য করবে। এমনই বলেছেন বাইডেন।

বাইডেন এদিন হোয়াইট হাউসে জানিয়েছেন ইউক্রেন যাতে তাদের স্বাধীনতার লড়াই লড়তে পারে সেজন্য তাদের সব ধরনের সাহায্য করবে আমেরিকা। এর পরই কিয়েভকে অতিরিক্ত ৮০০ মিলিয়ন ডলারের সামরিক প্যাকেজ পাঠানোর কথা ঘোষণা করেন বাইডেন।

Advertisements

ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির অনুরোধ মেনে রাশিয়া বা তার সহযোগী দেশের কোনও জাহাজ মার্কিন বন্দরে নোঙর করতে পারবে না বলেও বাইডেন জানিয়েছেন। বাইডেন স্পষ্ট বলেছেন, যে সমস্ত দেশ রাশিয়াকে মদত জোগাচ্ছে তাদের কোনওভাবেই ক্ষমা করা হবে না।

বাইডেন এদিন নতুন করে রাশিয়ার ওপর আরও কিছু নিষেধাজ্ঞা আরোপের কথা বলেছেন। বাইডেনের দাবি, তাঁদের নিষেধাজ্ঞা আরোপের ফলে রাশিয়ার অর্থনীতি যথেষ্টই ক্ষতিগ্রস্ত হবে। এই যুদ্ধে ইউক্রেনের বেশকিছু শরণার্থীকেও আশ্রয় দেওয়ার কথা ঘোষণা করেছেন বাইডেন।