HomeUncategorizedUkraine War: যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনকে ১৪ বিলিয়ন মার্কিন ডলার সাহায্যের ঘোষণা আমেরিকার

Ukraine War: যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনকে ১৪ বিলিয়ন মার্কিন ডলার সাহায্যের ঘোষণা আমেরিকার

- Advertisement -

ইউক্রেনেকে আর্থিক সাহায্য করল আমেরিকা। মার্কিন কংগ্রেসে বৃহস্পতিবার একটি বিল পাস হয়েছে। সেখানে জানানো হয়েছে মানবিক ও সামরিক সহায়তা যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেনকে প্রায় ১৪ বিলিয়ন ডলার সাহায্য করা হবে।

সিনেট ডেমোক্র্যাটদের নেতা চাক শুমার এক বিবৃতিতে বলেছেন, “আমরা ইউক্রেনকে সমর্থন করার প্রতিশ্রুতি রক্ষা করছি। তাঁরা শয়তান ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে তাঁদের জীবনের জন্য লড়াই করছে। প্রায় ১৪ বিলিয়ন ডলার জরুরি সাহায্যের সাথে, কংগ্রেস প্রশাসন প্রাথমিকভাবে যা অনুরোধ করেছিল তার দ্বিগুণেরও বেশি অনুমোদন করবে।”

   

কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছিলেনইউক্রেনকে যুদ্ধে সরসারি সমর্থন করবে না আমেরিকা। যদিও ইউক্রেনের প্রতি আমেরিকার সমর্থন রয়েছে বলে জানিয়েছিলেন তিনি। বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবে না। বরং তারা জোটশক্তিগুলোর সঙ্গে ন্যাটো অঞ্চলগুলিকে রক্ষা করবে। আমেরিকা সহ একাধিক দেশের আশঙ্কা রাশিয়ার সঙ্গে পশ্চিমের দেশগুলি সরাসরি সংঘাতে লিপ্ত হলে তা তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে। তাই সরাসরি সামরিক সাহায্য থেকে বিরত থেকেছে মার্কিন মুলুক। তবে ন্যাটোর সদস্য দেশ পোল্যান্ড, রোমানিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া এবং এস্তোনিয়া সহ একাধিক দেশের সুরক্ষার জন্য আমেরিকান স্থল বাহিনী, বিমান স্কোয়াড্রন, জাহাজগুলি তৈরি রয়েছে বলে জানান বাইডেন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular