UP Election 2022: নির্বাচনের আগেই গুরুতর অভিযোগ সপার বিরুদ্ধে, জবাব তলব কমিশনের

উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির বিরুদ্ধে অভিযোগ আনল নির্বাচন কমিশন। এই রাজনৈতিক দল করোনা কালে বিধিভঙ্গ করেছে বলে অভিযোগ। এই মর্মে কমিশন নোটিশ জারি করে আগামী ২৪…

Akhilesh Yadav

উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির বিরুদ্ধে অভিযোগ আনল নির্বাচন কমিশন। এই রাজনৈতিক দল করোনা কালে বিধিভঙ্গ করেছে বলে অভিযোগ। এই মর্মে কমিশন নোটিশ জারি করে আগামী ২৪ ঘন্টার মধ্যে জবাব চেয়েছে।

Advertisements

গত ১৪ জানুয়ারি সপা তাদের লখনউয়ের অফিসে একটি জনসমাবেশ করে। যা ১৪৪ ধারায় করোনা বিধির উল্লঙ্ঘন করে।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশন সমাজবাদী পার্টির জেনারেল সেক্রেটারির কাছে এর জবাব চায়। ২৪ ঘন্টার মধ্যে দল সন্তোষজনক জবাব দিতে না পারলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

করোনা কালেই বিধানসভা নির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১০ ফেব্রুয়ারি প্রথম দফার নির্বাচন রয়েছে। সাত দফায় যোগীরাজ্যে নির্বাচন হবে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বুথ কেন্দ্র বাড়িয়েছে কমিশন। ১০ মার্চ ভোট গণনা হবে।