Ukraine War: ড্রোন দিয়ে রুশ সেনার মাথায় বোমা মারছে ইউক্রেন

drone_war

বোঁওওও করে তেড়ে এসে বোমা ফেলে দিচ্ছে ড্রোন বাহিনী। ইউক্রেনের এই অভিনব কৌশলে ফের থমকালো রুশ সেনা। চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ (Ukraine War)

রয়টার্স ও বিবিসির খবর, রাশিয়ান সেনাদের ওপর পেট্রল বোমা ছোড়ার জন্য নতুন ধরণের ড্রোন তৈরি করেছে ইউক্রেন। এটি ব্যবহার করে উঁচু থেকে বোমা ফেলছে তারা। কারণ, রুশ হামলায় ইউক্রেনের বিমান বাহিনী সম্পূর্ণ শেষ। ফলে আকাশ থেকে হামলার জন্য ড্রোন ব্যবহার করছে ইউক্রেন।

   

পেট্রোল বোমা বা মলোটভ ককটেল ব্যবহারের এই পদ্ধতি ইউক্রেনের স্বেচ্ছাসেবী বাহিনী বের করেছে। বিবিসি জানাচ্ছে, ইউক্রেনিয়ান টেরিটরিয়াল ডিফেন্স ফোর্সেস মলোটভ ককটেল ড্রোনটি তৈরি করেছে। এতে চারটি ব্লেড আছে। ড্রোনের নিচের দিকে মলোটভ ককটেল বোতলটি আছে। ড্রোন থেকে ফেলা বোতলটি কীভাবে জ্বলে ওঠে, তা জানা যায়নি।

যুদ্ধ বন্ধে দুই দেশের বিদেশমন্ত্রী পর্যায়ের নিষ্ফল হয়।শুক্রবার থেকে হামলা জোরদার করেছে রাশিয়া। রুশ সেনা ইউক্রেনের রাজধানী কিয়েভ ঘিরে অবস্থান নিয়ে হামলা চালাচ্ছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চলছে।

রুশ সংবাদ সংস্থা তাস জানাচ্ছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ জারি রেখেছেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন