Ukraine War: যুদ্ধবন্দিদের খুনের নির্দেশ পাচ্ছে রুশ সেনা, অডিও টেপ নিয়ে তীব্র আলোড়ন

রাশিয়ার দখলে যাওয়া (Ukraine War) ইউক্রেনের মারিউপোল শহরে ৮৫ মিটার দীর্ঘ গণকবরের সন্ধান মিলেছে। এই গণকবরে ২০০ জনের বেশি ইউক্রেনীয়কে সমাহিত করা হয়েছে বলে ধারণা।…

রাশিয়ার দখলে যাওয়া (Ukraine War) ইউক্রেনের মারিউপোল শহরে ৮৫ মিটার দীর্ঘ গণকবরের সন্ধান মিলেছে। এই গণকবরে ২০০ জনের বেশি ইউক্রেনীয়কে সমাহিত করা হয়েছে বলে ধারণা।

Advertisements

এদিকে ইউক্রেনের সেনাবাহিনী ইন্টারসেপ্ট করা একটি অডিও ফাঁস করেছে, যেখানে ইউক্রেনীয় যুদ্ধবন্দিদের খুন করার জন্য রুশ সেনাদের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মারিউপোল শহরে কি গণহত্যা হবে? এই প্রশ্ন উঠছে। কারণ রুশ সেনা এই শহরের দখলের পর সেখানে থাকা কিছু ইউক্রেনীয় সেনা ও স্থানীয় বাসিন্দারা মাটির নিচে আশ্রয় নেন। বিরাট কারখানার নিচে আছেন তারা। রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন, একটা মাছি যেন গলতে না পারে। এর পরই গণহত্যার আশঙ্কা তীব্র হয়েছে।

মারিউপোলের এই কবরস্থানটির চারটি ভাগ রয়েছে। রুশ বাহিনী এখানেই গণকবর দিয়েছে বলে অভিযোগ। ইউক্রেনে হামলা শুরুর পর থেকে

মারিউপোল শহরে কি গণহত্যা হবে? এই প্রশ্ন উঠছে। কারণ রুশ সেনা এই শহরের দখলের পর সেখানে থাকা কিছু ইউক্রেনীয় সেনা ও স্থানীয় বাসিন্দারা মাটির নিচে আশ্রয় নেন। বিরাট কারখানার নিচে আছেন তারা। রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন, একটা মাছি যেন গলতে না পারে। এর পরই গণহত্যার আশঙ্কা তীব্র হয়েছে।

মারিউপোলের এই কবরস্থানটির চারটি ভাগ রয়েছে। রুশ বাহিনী এখানেই গণকবর দিয়েছে বলে অভিযোগ। ইউক্রেনে হামলা শুরুর পর থেকে মারিউপোল শহর দখলের চেষ্টা শুরু করে রুশ বাহিনী। কয়েক সপ্তাহের বোমাবর্ষণ ও লড়াইয়ের পর শহরটির অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নেয় রুশ সেনা।

মারিউপোল দখলের পর রাশিয়া জানিয়েছে, শুধু ডানবাস অঞ্চল নয়, ইউক্রেনের দক্ষিণাঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়া তাদের সামরিক হামলার লক্ষ্য। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পূর্বাঞ্চলের রুশ সেনাদের অগ্রযাত্রা সাময়িক।