Ukraine War: পুতিনের ‘বিচারবুদ্ধিহীন’ যুদ্ধের প্রতিবাদে রাষ্ট্রসংঘে পদত্যাগ রুশ কূটনীতিকের

ইউক্রেনে হামলার (Ukraine War) বিচারবুদ্ধিহীন সিদ্ধান্ত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। এমনই বিস্ফোরক দাবি করে রাষ্ট্রসংঘ থেকে পদত্যাগ করলেন রুশ কূটনীতিক বরিস বোনদারেভ। তাঁর পদত্যাগ সিদ্ধান্তের…

Ukraine War: পুতিনের 'বিচারবুদ্ধিহীন' যুদ্ধের প্রতিবাদে রাষ্ট্রসংঘে পদত্যাগ রুশ কূটনীতিকের

ইউক্রেনে হামলার (Ukraine War) বিচারবুদ্ধিহীন সিদ্ধান্ত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। এমনই বিস্ফোরক দাবি করে রাষ্ট্রসংঘ থেকে পদত্যাগ করলেন রুশ কূটনীতিক বরিস বোনদারেভ। তাঁর পদত্যাগ সিদ্ধান্তের জেরে বিশ্ব আলোড়িত। আলোড়ন পড়েছে ক্রেমলিনেও।

বোনদারেভ বলেছেন,তাঁর এমন সিদ্ধান্তের পর রাশিয়া সরকার যে কোনওসম ‘বিশ্বাসঘাতক’ তকমা দেবে। বিবিসি জানাচ্ছে, বোনদারেভ তাঁর সিদ্ধান্তে অটল। তিনি নিজের অবস্থানের কথা জানিয়ে এই যুদ্ধকে ইউক্রেনীয় জনগণের বিরুদ্ধে এবং রাশিয়ার জনগণের বিরুদ্ধে অপরাধ বলে বর্ণনা করেছেন।

এদিকে বরিস বোনদারেভের পদত্যাগের বিষয়ে মস্কো নীরব। রুশ সংবাদ সংস্থা তাস জানাচ্ছে, হামলা আরও জোরদার করেছে রুশ সেনা।

Ukraine War: পুতিনের 'বিচারবুদ্ধিহীন' যুদ্ধের প্রতিবাদে রাষ্ট্রসংঘে পদত্যাগ রুশ কূটনীতিকের

আর যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়ে রাষ্ট্রসংঘ জেনেভা কার্যালয়ে অন্য দেশের কূটনৈতিক দফতরে চিঠি পাঠিয়েছেন বোনদারেভ। চিঠিতে তিনি প্রতিবেশি দেশ ইউক্রেনে রুশ হামলার নিন্দা জানিয়েছেন। টানা ২০ বছর রুশ কূটনীতিক হিসেবে রাষ্ট্রসংঘে দায়িত্ব পালনের পর পদত্যাগ করছেন বলে জানান।

Advertisements

পদত্যাগপত্রে বোনদারেভ লিখেছেন, ২০ বছরের কূটনৈতিক জীবনে তিনি দেশের বিদেশ নীতির বিভিন্ন মোড় পরিবর্তন দেখেছেন। কিন্তু গত ২৪ ফেব্রুয়ারি থেকে যা শুরু হয়েছে, তাতে দেশকে নিয়ে এতটা লজ্জায় তিনি আর কখনও পড়েননি।

<

p style=”text-align: justify;”>বোনদারেভ বলেছেন, যারা এই যুদ্ধের পক্ষে রয়েছেন, তাঁরা শুধু সারা জীবনের জন্য ক্ষমতা আঁকড়ে রাখা, জমকালো প্রাসাদে বসবাস করা, প্রমোদতরীতে করে ঘুরে বেড়ানো এবং অসীম ক্ষমতা উপভোগ করতে চান।