Ukraine War: গ্যাস দেব না বলে রুশ হুমকি, জ্বালানি বাজারে লঙ্কাকাণ্ডের আশঙ্কা

তোমরা যদি নিষেধাজ্ঞা দিতেই থাকো তাহলে আমরাও দেব। পুরো ইউরোপে হাহাকার পড়ে যাবে। বন্ধ করা হবে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ। জ্বালানি বাজারে চলে এসেছে রুশ হুমকি।…

russia-army

তোমরা যদি নিষেধাজ্ঞা দিতেই থাকো তাহলে আমরাও দেব। পুরো ইউরোপে হাহাকার পড়ে যাবে। বন্ধ করা হবে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ। জ্বালানি বাজারে চলে এসেছে রুশ হুমকি। এর ফলে বিশ্ব জুড়ে শোরগোল।বিশ্বে সৌদি আরবের পর জ্বালানি সরবরাহের দ্বিতীয় স্থান রাশিয়ার। মস্কোর হুমকি বাস্তবায়িত হলে বিশ্ব জুড়ে জ্বালানি সংকট আসবে বলেই মনে করা হচ্ছে।

ইউক্রেনে রুশ হামলার জেরে রাশিয়ার ওপর পরপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্রিন যুক্তরাষ্ট্র ও তাদের লবির দেশগুলি। পুরনো ও বর্তমান মিলিয়ে পাঁচ হাজারের বেশি নিষেধাজ্ঞার কবলে রাশিয়া। এবার মস্কো জানাল, জার্মানিতে নিজেদের মূল গ্যাস পাইপলাইন বন্ধ করে দেওয়া হতে পারে। রাশিয়ার জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা দেওয়া হলেই প্রাকৃতিক গ্যাস পাঠানো বন্ধের পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে মস্কো।

দ্য গার্ডিয়ান জানাচ্ছে, রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক বলেছেন, রাশিয়ার তেল প্রত্যাখ্যান করা হলে আন্তর্জাতিক বাজারে মারাত্মক পরিণতি হবে। এতে তেলের মূল্য দ্বিগুণ বেড়ে প্রতি ব্যারেল তিনশ ডলার হতে পারে। ইউরোপীয় ইউনিয়ন প্রায় ৪০ শতাংশ গ্যাস এবং ৩০ শতাংশ তেল পায় রাশিয়া থেকে।

Advertisements

গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে রুশ অভিযান চলছে। মঙ্গলবার অভিযানের ১৩ তম দিন। রাশিয়ার এই সামরিক অভিযানের বিরোধিতায় মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি ছাড়াও বিশ্বের অনেক দেশ ইউক্রেনের পক্ষে অবস্থান নিয়েছে।ইউক্রেন অভিযানের কারণে, রাশিয়ার ওপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা জারি হয়েছে। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বেশি নিষেধাজ্ঞার কবলে পড়া দেশগুলির মধ্যে শীর্ষে রাশিয়া। ৫ হাজার ৫৩২টি নিষেধাজ্ঞা জারি হয়েছে। এর ফলে এতদিন শীর্ষ নিষেধাজ্ঞার দেশ ইরানকে ছাড়িয়ে গেছে রাশিয়া। আল জাজিরার খবর, ইরানের ওপর বর্তমানে রয়েছে ৩ হাজার ৬১৬টি নিষেধাজ্ঞা।