Ukraine War: আরও দুই দেশে হামলার হুমকি দিলেন পুতিন, ইউরোপে আতঙ্ক

ইউক্রেনের মতো ইউরোপের আরও দুই দেশে হামলার (Ukraine War) হুমকি দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর এই হুমকির পরে আন্তর্জাতিক মহলে তীব্র আলোড়ন। রাশিয়ার নিশানায়…

short-samachar

ইউক্রেনের মতো ইউরোপের আরও দুই দেশে হামলার (Ukraine War) হুমকি দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর এই হুমকির পরে আন্তর্জাতিক মহলে তীব্র আলোড়ন। রাশিয়ার নিশানায় এবার সীমান্তবর্তী দেশ ফিনল্যান্ড ও সু়ইডেন।

   

রয়টার্স জানাচ্ছে, পুতিনের হুমকির পর ফিনল্যান্ড জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। একই পরিস্থিতি সুইডেনে। পুতিনের হুঁশিয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত সামরিক জোট ন্যাটো যদি ফিনল্যান্ড ও সুইডেনে সেনা মোতায়েন করে তাহলে তার উচিত জবাব দেওয়া হবে।

রুশ সংবাদসংস্থা তাস জানাচ্ছে, রাশিয়ার সরকারি টিভি চ্যানেলে বিবৃতি দেন পুতিন। তিনি বলেন, ইউক্রেনের সঙ্গে আমাদের যে সমস্যা সেরকম ফিনল্যান্ড ও সুইডেনের সঙ্গে নেই। তারা ন্যাটোতে যোগ দিতে চায়, দিতে থাকুক। কিন্তুি ন্যাটো যদি এই দুটি দেশে সামরিক ঘাঁটি তৈরি করে তাহলে আমরাও জবাব দেব।

বিবিসির খবর, এদিকে রুশ হামলার আশঙ্কা করে ফিনল্যান্ড ও সুইডেন সরকার বারবার মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটো জোটে যোগ দিতে মরিয়া। কারণ এই জোটের নিয়ম হল, সদস্য দেশগুলি কোনও কারণে আক্রান্ত হলে তাদের রক্ষায় ন্যাটো বাহিনী যুদ্ধ করবে।