Ukraine War: রুশ হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভ পতনের মুখে

ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের পথে রাশিয়া। এই শহরে ঢুকছে রুশ সেনা বহর।  একপ্রকার পরাজয়ের পথে ইউক্রেন। (Ukraine War) ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রবেশ করেছে রাশিয়ার সেনাবাহিনী।…

Ukraine War: রুশ হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভ পতনের মুখে

ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের পথে রাশিয়া। এই শহরে ঢুকছে রুশ সেনা বহর।  একপ্রকার পরাজয়ের পথে ইউক্রেন। (Ukraine War)

ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রবেশ করেছে রাশিয়ার সেনাবাহিনী। ইউক্রেনের সীমান্ত রক্ষীরা এই তথ্য স্বীকার করে নিয়েছে। তারা জানায়, উত্তর কিয়েভে প্রবেশ করেছে রুশ বাহিনী।  যে কোনও সময় ইউক্রেন সরকারের পতন হবে।

এএফপির এক সাংবাদিক বেশ কয়েকটি হেলিকপ্টার কিয়েভ শহরের দিকে উড়তে দেখেছেন। এছাড়া রিপোর্টে বলা হয়েছে, ইউক্রেনের বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে রাশিয়া। 

দিনভর বিশ্বকে ভড়কে দিয়ে একসাথে স্থলসেনা, বিমান বাহিনী ও নৌ বাহিনীকে নামিয়ে দেন রুশ প্রেসিডেন্ট পুতিন। কৃষ্ণসাগরে রুশ নৌ বাহিনীর গর্জনে বিভিন্ন দেশ তীব্র আতঙ্কিত হয়। এর মাঝে রুশ বিমান বাহিনীর হামলা শুরু হয়। তাদের রুখতে নামে ইউক্রেনের বিমান বাহিনী। বেশ কিছু রুশ যুদ্ধ বিমান ধংস করার দাবি করে ইউক্রেন।

রুশ সেনার দাবি ছিল, অভিযান চলছে। ইউক্রেনের রাজধানী কিয়েভের পতন হতে চলেছে বলেই জানাচ্ছে বিবিসি। রুশ সেনা ঘিরে নিচ্ছে শহরটি।

Advertisements

ইউক্রেনের রাজধানীর উত্তর অংশে নগরের উপর দিয়ে নিচু হয়ে বেশ কয়েকটি হেলিকপ্টার উড়তে দেখা যাচ্ছে। ইউক্রেনের কৃষ্ণসাগর তীরবর্তী বন্দরনগরী ওডেসার কাছে একটি সামরিক ঘাঁটিতে বিমান হামলায় ১৮ জন নিহত হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

ইউক্রেনে রুশ হামলার প্রথম ঘণ্টাতেই ৪০ ইউক্রেনীয় সেনা ও  ১০ জন অসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। এছাড়া প্রায় ৫০ জন রাশিয়ান সেনার মৃত্যুর বলে দাবি করেছে ইউক্রেন।