Ukraine Crisis: ট্যাংক পাঠিয়ে যুদ্ধ শুরু করেছে রাশিয়া, জানাল ব্রিটেন

অবশেষে ইউক্রেন সংকটে (Ukraine Crisis) যুদ্ধই বেছে নিল রাশিয়া। একরাশ ক্ষেদ উগরে দিয়ে জানিয়ে দিল ব্রিটেন সরকার।

বিবিসি জানাচ্ছে, রাশিয়ার ট্যাংক ও সেনাবাহিনী ঢুকতে শুরু করেছে সদ্য দখল করা ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী নিয়ন্ত্রিত দুটি অঞ্চল, ডেনেৎস্ক এবং লুহানস্ককে। এই দুই অঞ্চলকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

   

রুশ অবস্থানে বিশ্বজুড়ে বিরাট চাঞ্চল্য। ব্রিটেনের তরফে জানানো হলো রাশিয়া যুদ্ধ শুরু করেছে ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ ইতিমধ্যেই শুরু হয়েছে, সুতরাং ব্রিটেন রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে।

মার্কিন সংবাদ মাধ্যম স্কাই নিউজে একটি সাক্ষাৎকারে ব্রিটেনের মন্ত্রী জাভিদ বলেছেন, ”আপনি ধরে নিতে পারেন যে, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরু হয়ে গেছে।”

রাশিয়ার এই অবস্থানের পর জরুরি বৈঠকে বসেছে ব্রিটেনের প্রধানমন্ত্রীর দফতরের কোবরা কমিটি। রাশিয়ার ওপর বড় ধরণের একাধিক নিষেধাজ্ঞা আরোপ করতে চলেছে বরিস জনসনের সরকার।

এদিকে রাশিয়া-ইউক্রেন সংকটে তেলের সরবরাহে সমস্যা হতে পারে, এমন আশঙ্কায় বিশ্ব জুড়ে তেলের দাম বাড়তে শুরু করেছে।

বিবিসি জানাচ্ছে, ডেনেৎস্ক এবং লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসাবে রাশিয়ার স্বীকৃতির পর আন্তর্জাতিক বেঞ্চমার্ক ফিউচারস অফ বেরেন্ট ক্রুডের হিসেবে তেলের দাম ব্যারেল প্রতি ৯৮ ডলার ছুঁয়েছে, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ।

সৌদি আরবের পর রাশিয়া বিশ্বে সবচেয়ে বেশি অপরিশোধিত তেল সরবরাহ করে থাকে। বিশ্বের সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস উৎপাদনও করে রাশিয়া।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন