ধেয়ে আসছে সুপার টাইফুন Nanmadol, ২০ লক্ষ মানুষকে সরানোর নির্দেশ

ভয়াবহ টাইফুনের আশঙ্কায় দিন গুনছে জাপান (Japan)। ইতিমধ্যে প্রশাসনের তরফে ২০ লক্ষ মানুষকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা জাপানের প্রধান দ্বীপগুলির দক্ষিণতম কিউশুতে কাগোশিমার জন্য একটি বিশেষ টাইফুন সতর্কতা জারি করেছে। এই টাইফুনটির নাম দেওয়া হয়েছে নানমাদোল (Nanmadol)।

টাইফুন নানমাদোলের আগে আবহাওয়া সংস্থা বাসিন্দাদের কিউশুর কিছু অংশ খালি করার আহ্বান জানানোর পর এই সতর্কতা জারি করা হয়। আশঙ্কা করা হচ্ছে, রবিবারই ল্যান্ডফল করতে পারে এই টাইফুন। মার্কিন নৌবাহিনীর জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার জানিয়েছেম সুপার টাইফুন হিসাবে নানমাদোল কয়েক দশকের মধ্যে জাপানে আঘাত হানার জন্য সবচেয়ে ধ্বংসাত্মক ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।

   

টাইফুনটি জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দ্বীপগুলির মধ্যে একটি কিউশুতে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। ৯,৬৫,০০০ পরিবারের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন