কলকাতা ছেড়ে স্পেন যাচ্ছে ATK Mohun Bagan ক্লাবের দুই গোলকিপার! জানুন সত্যিটা

goalkeeper is vishal Keith

আগামী সপ্তাহে স্পেনে উড়ে যাচ্ছেন এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) দুই গোলকিপার বিশাল কেইথ এবং আর্শ আনোয়ার শেখ।সেখানে তারা প্রশিক্ষণ নেবেন স্পেনের তারকা গোলকিপার কোচ জেভিয়ার পিনডাডোর কাছে।গ্রানাডা,লাস পালমাস,গেতাফের মতো ক্লাবের হয়ে খেলেছিলেন এই ফুটবলার।বুলগেরিয়া,থাইল্যান্ডের বিভিন্ন ক্লাবে কোচিং করানোর অভিজ্ঞতা আছে এই তারকা গোলকিপার কোচের।এখানে দেখার বিষয় হলো ক্লাবের আরেক গোলকিপার অরমিন্দর সিং’কে পাঠাচ্ছেন না সবুজ মেরুন শিবির।এরপর থেকেই তার ক্লাব ছাড়া নিয়ে তৈরী হয়েছে দারুণ জল্পনা।

এদিকে এটিকে মোহনবাগান ছেড়ে দিতে পারে কার্ল ম‍্যাকঘেও’কে।আগামী মরশুমে বেশ শক্তিশালী ডিফেন্স লাইন আপ নিয়ে নামতে চলেছে এটিকে মোহনবাগান সেই কথা বলাই বাহুল্য।ইতিমধ্যে ফ্লোরেন্তিন পোগবা এবং অস্ট্রেলিয়ার হ‍্যামিল’কে সই করিয়ে চমক দিয়েছে সবুজ মেরূন শিবির।এমন সময় জোর গুঞ্জন আগামী মরশুমে সবুজ মেরুন দলে নাও রাখা হতে পারে দলের স্প‍্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার কার্ল ম‍্যাকঘেও’কে।

   

এখনও অবধি ক্লাবের তরফে তাকে রেজিস্ট্রেশন না করানোয় সেই জল্পনা এখন তুঙ্গে।যদিও তিরি’র চোট পাওয়ায় তাকে দলে রেখে দিতে চলেছে সবুজ মেরুন শিবির, একসময় এমনটাই মনে করা হচ্ছিলো।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন