
কলকাতা: SIR বিতর্কে নতুন মাত্রা। বাংলার একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বকে শুনানিতে তলব করার পর এবার নির্বাচন কমিশনের নোটিস পৌঁছল মোহনবাগান তথা ময়দানের অন্যতম প্রাণপুরুষ টুটু বোসের (স্বপনসাধন বোস) কাছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-এর শুনানিতে হাজির হওয়ার জন্য বিশিষ্ট এই বাঙালি শিল্পোদ্যোক্তা ও প্রাক্তন সাংসদকে সপরিবার নোটিস পাঠিয়েছে কমিশন। জানা গিয়েছে, আগামী ১৯ জানুয়ারি সপরিবার তাঁকে শুনানিতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।
এই নোটিসকে ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কারণ, টুটু বোস বর্তমানে গুরুতর অসুস্থ। শারীরিক অবস্থার কারণে হুইলচেয়ার ছাড়া তাঁর চলাচল কার্যত অসম্ভব বলেই পরিবার সূত্রে জানা যাচ্ছে। সেই অবস্থায় তাঁকে সরাসরি হাজিরা দেওয়ার নির্দেশ ঘিরে প্রশ্ন উঠছে নির্বাচন কমিশনের মানবিকতা ও প্রশাসনিক সংবেদনশীলতা নিয়ে।
নাগরিকত্ব প্রমাণের নির্দেশ?
সূত্রের খবর, SIR (Special Intensive Revision) সংক্রান্ত শুনানিতে হাজির হয়ে টুটু বোসকে তাঁর নাগরিকত্ব সংক্রান্ত নথি পেশ করতে বলা হয়েছে। অর্থাৎ, বাংলার ক্রীড়া ও শিল্পজগতের অন্যতম পরিচিত মুখকেও এখন প্রমাণ দিতে হবে তিনি বাংলার নাগরিক, এই বাস্তবতাই নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, SIR প্রক্রিয়ার নামে যেভাবে একের পর এক বিশিষ্ট বাঙালিকে নোটিস পাঠানো হচ্ছে, তা কেবল প্রশাসনিক নয়, বরং স্পষ্টভাবে রাজনৈতিক বার্তাবাহী।
রাজনৈতিক প্রতিক্রিয়া তীব্র Tutu Bose Election Commission notice
এই ঘটনায় শাসকদলের ঘনিষ্ঠ মহল থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে। তাঁদের দাবি, “নির্বাচন কমিশন ও বিজেপি পরিকল্পিতভাবে বাংলা, বাঙালি এবং বঙ্গবাসীর ওপর নিপীড়ন চালাচ্ছে। পরিচিত মুখদের নিশানা করে ভয় ও বিভ্রান্তির পরিবেশ তৈরি করা হচ্ছে।”
একই সঙ্গে এই বার্তাও দেওয়া হয়েছে যে, এই ধরনের পদক্ষেপের রাজনৈতিক জবাব আসন্ন নির্বাচনে দেওয়া হবে।
SIR ঘিরে বিতর্ক আরও গভীর
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া ঘিরে পশ্চিমবঙ্গে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীদের অভিযোগ, এই প্রক্রিয়ার মাধ্যমে নাগরিকত্ব ও ভোটাধিকার প্রশ্নে বেছে বেছে বাঙালিদের নিশানা করা হচ্ছে। নির্বাচন কমিশন অবশ্য এই অভিযোগ মানতে নারাজ এবং দাবি করছে, পুরো প্রক্রিয়াই নিয়ম মেনে ও স্বচ্ছতার সঙ্গে চলছে।










