Turkey Earthuake: ভয়াবহ ভূকম্পনের ১৯৯৯ সালের আতঙ্ক ফিরল তুরস্কে, ক্রমাগত মৃতদেহ তোলা হচ্ছে

গত শতাব্দীর একেবারে শেষ বছরটি তুরস্কের জন্য চিরস্থায়ী আতঙ্কের। কমপক্ষে ১৭ হাজার মানুষের মৃত্যু হয়েছিল সেই (Turkey Earthquake)  ভূমিকম্পে। সেই বিভীষিকার সময় ফের এসেছিল সোমবার…

2600 people died in Turkey-Syria earthquake

গত শতাব্দীর একেবারে শেষ বছরটি তুরস্কের জন্য চিরস্থায়ী আতঙ্কের। কমপক্ষে ১৭ হাজার মানুষের মৃত্যু হয়েছিল সেই (Turkey Earthquake)  ভূমিকম্পে। সেই বিভীষিকার সময় ফের এসেছিল সোমবার ভোরে। তুরস্ক ও সিরিয়ার অন্তর্বর্তী এলাকায় যে ভূমিকম্প সোমবার হয়ে গেছে, তাতে মঙ্গলবার সকালেও লাফিয়ে  লাফিয়ে বাড়ছে নিহতের সংখ্যা। মৃত্যুপুরী তুরস্ক। নিহতের সংখ্যা চার হাজার পার করে আরও বাড়ছে।

Advertisements

দক্ষিণ তুরস্ক এবং উত্তর সিরিয়ার এই ভূমিকম্পে আহত হয়েছেন ১৪ হাজারেরও বেশি মানুষ। এদের অনেকে আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভয়াবহ এই বিপর্যয়ে ৪৫টি দেশের তরফে সাহায্যের প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান।

বিজ্ঞাপন

রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭. ৮ মাত্রা। ভূমিকম্পে বহু সরকারি ভবন ধসে পড়েছে। ভেঙে পড়া বাড়ি ঘর থেকে ক্রমাগত মৃতদেহ বের করা হচ্ছে।

তুরস্ক পৃথিবীর অন্যতম ভূমিকম্প প্রবণ এলাকা। এই দেশে ১৯৯৯ সালের পর ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি যে ভূমিকম্প হয়েছে তার ভয়াবহতা কতটা এখনও বলার সময় আসেনি বলে জানাচ্ছে উদ্ধারকারীরা। তুরস্কের লাগোয়া সিরিয়ার দিকেও চলছে উদ্ধার কাজ।