পঞ্চায়েত ভোটে বিরোধীরা প্রার্থী দিতে পারবে না, ভোট যাতে না পায়…তৃণমূল বিধায়কের হুমকি

পঞ্চায়েত নির্বাচনে এই এলাকায় যেন একটাও কোনও বিরোধী দল প্রার্থী দিতে না পারে। যদি কোনও বিরোধী দল প্রার্থী দিতে পারেও তাহলে একটাও ভোট না পায়। আপনারা সেদিক লক্ষ্য রাখুন। কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ডোমজুড়ের তৃণমূল কংগ্রেস বিধায়ক এবং হাওড়া সদরের জেলা সভাপতি কল্যাণ ঘোষের মন্তব্য ঘিরে সরগরম রাজ্য । ভাইরাল হয়েছে সেই ভিডিও।

Advertisements

যদিও বিধায়কের মন্তব্য, এই ভিডিও বিরোধীরা চক্রান্ত করে কাটছাঁট করে দেখাচ্ছে। আসলে কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে তিনি জানাতে চেয়েছিলেন আগামী দিনে সংগঠনকে এমনভাবে গড়ে তুলতে এমনভাবে সরকারী প্রকল্পের কথা মানুষের মধ্যে পৌঁছে দিতে হবে যাতে বিরোধীরা জায়গা না পায়৷ বিরোধীদের যাতে জামানত বাজেয়াপ্ত করা হয় সেই বার্তাই কর্মীদের উদ্দেশ্যে দেন তিনি।

   

কটাক্ষ করেছে বিজেপি। তাদের দাবি, গতবারের পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখেছেন তৃণমূল প্রার্থী দিতে দেয়নি। জোর করে প্রার্থীপদ প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছে। ভোটের দিন জেলাগুলিতে কীভাবে হামলা চালানো হয়েছে।

Advertisements

বিজেপির সংযোজন, সব জেলাতেই অনুব্রত মণ্ডল গজিয়ে উঠছে। কল্যাণ ঘোষ এরকম একজন৷ আসলে দলের গোষ্ঠী কোন্দল নিয়ন্ত্রণ করতে পারছেন না। শুধু বোমা, গুলির ওপর ভরসা করে রাজনীতি হয় না।

তবে বিধানসভায় বিরোধী দল হলেও গত সবকটি উপনির্বাচন, পুরনিগম ও পুরসভাগুলির ভোটে বিজেপির করুণ দশা। রাজ্য বিজেপির অন্দরে চলেছে গোষ্ঠিদ্বন্দ্ব। দলত্যাগ হিড়িক চলছে। সাম্প্রতিক সবকটি ভোটে বিজেপিকে তৃতীয় স্থানে নামিয়ে সিপিআইএম উঠে এসেছে দ্বিতীয় স্থানে। পঞ্চায়েত ভোটেও এমনই ধারা থাকবে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষক মহল।