এসএসসি দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হওয়ার পরেই অসুস্থ হয়ে পড়লেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। হুইল চেয়ারে করে এসএসকেএম (SSKM Hospital) হাসপাতালে নিয়ে আসা হল তৃণমূলের মহাসচিবকে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, হাসপাতালে নামার পর তাঁকে কার্ডিওলজি বিভাগে নিয়ে যাওয়া হয়৷
এসএসসি দুর্নীতি কাণ্ড নিয়ে দীর্ঘ টালবাহানার মাঝে শুক্রবার হঠাতই রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে হানা দেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সেইসঙ্গে আরও ১৩টি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয় ইডির তরফ থেকে। এই তল্লাশি অভিযান চালানোর সময়ে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২১ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার করে। টাকার পরিমাণ দেখে চোখ কপালে ওঠে আধিকারিকদের। এদিকে দির্ঘ টালবাহানার পর শনিবার পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেন ইডির আধিকারিকরা।
নাকতলার বাড়ি থেকে তাঁকে প্রথমে জোকা ইএসআই হাসপাতাল তারপর ব্যাঙ্কশাল আদালতে নিয়ে যাওয়া হয়। এদিন আদালত পার্থর জামিনের আবেদন খারিজ করে দিয়ে দুদিনের ইডি হেফাজতের নির্দেশ দেয়। পার্থর আইনজীবী জানান, যে পার্থ একেবারে ভেঙে পড়েছেন। এমনকি ইএসআই হাসপাতাল থেকে বেরোনর পর পার্থ চট্টোপাধ্যায় জানান যে তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তৃণমূল নেত্রী যোগাযোগ করেননি। স্পষ্টতই তাঁর গলায় আক্ষেপের সুর শোনা গিয়েছে বলে দাবি বিশিষ্ট মহলের। শুধু তাই নয়, বিকেলে গ্রেফতার করা হয় পার্থ ঘনিষ্ঠ অর্পিতাকেও। অর্পিতা অভিযোগ তোলেন, ‘লাগাতার অত্যাচার করা হয়েছে। আমি কিছু করিনি, সবটাই বিজেপির চাল। আমি নির্দোষ।’