তৃণমূল-বিজেপি সংঘর্ষ কোনও নতুন ঘটনা নয়। কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটি পোষ্টের উপর ভিত্তি করে দুই দলের সংঘর্ষ ক্রমশ রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে চলেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ফেসবুকে পুরুলিয়ার বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে একটি পোস্ট করেন তৃণমূল কংগ্রেস সমর্থক তুষার অবস্থি। এরপরই দলবল নিয়ে বিধায়কের সমর্থকরা ভাঙচুর চালায়। ওই তৃণমূল সমর্থকের দোকান ও বাড়িতে হামলা হয় বলে অভিযোগ।
সংঘর্ষে উত্তেজনা ছড়িয়েছে বৃহস্পতিবার থেকে। শুক্রবারেও আছে উত্তেজনা। আহত হয়েছেন বেশ কয়েকজন। তারা হাসপাতালে চিকিত্সাধীন।
বিজেপি তরফে জানানো হয়েছে, তৃণমূলের তরফে বেধড়ক মারধর করেছেন দলীয় নেতাকর্মীদের ওপর।
তৃণমূল কংগ্রেস সমর্থক তুষার অবস্থি জানান, আমি বিধায়ককে ফোন করেছিলাম দুটো রেসিডেন্ট সার্টিফিকেট লাগবে। বিধায়ক জানিয়েছিলেন আমি পুরুলিয়াতে নেই, কলকাতায় আছি। আমি ফেসবুকে লিখেছিলাম, একজন সাধারণ মানুষ বিধায়কের কাছ থেকে রেসিডেন্ট সার্টিফিকেট পাচ্ছে না। তার জন্য আমার দোকানে ঢুকে মারধর করেন বিধায়ক ও তাঁর লোকেরা। আমি তখন একা ছিলাম দোকানে। ওরা ইট, পাথর দিয়ে মেরেছে।