Travel Story: গাছের উপর থেকে সমুদ্র দেখার অবভাবনীয় সুযোগ রয়েছে এখানে

Mousuni Island

পশ্চিমবঙ্গের মানুষ অথচ দীঘাতে যায়নি এমন খুঁজে পাওয়া দুষ্কর। সমুদ্র বাঙালিদের সবসময় টানে। দীঘা, মন্দারমনি ও তাজপুর এসব জায়গার কথা সবাই জানে। তাই এবার চলুন অন্য কোথাও যাই। মৌসুনি আইল্যান্ড (Mousuni Island)।

Advertisements

তবে শুধু সুন্দর নয় সঙ্গে রয়েছে ক্যাম্পে থাকার ব্যবস্থা। মাত্র ৯৯৯ টাকায় একদিনের থাকা এবং ৪ বেলা খাওয়ার ব্যবস্থা আছে। সবচেয়ে মূল আকর্ষণ হোলো ‘ট্রি হাউস’। চারটে গাছের উপর মাচা বেঁধে সমুদ্র দর্শনের এমন অবভাবনীয় সুযোগ। এছাড়া রয়েছে ম্যানগ্রোভ গাছের সারি। সব মিলিয়ে যেন এক অচেনা বালির দেশ। নিরিবিলি, নিস্তব্ধ, শহরের কোলাহলের বাইরে একটা দিন কাটিয়ে আসতে পারেন

কিভাবে যাবেন:
কলকাতার ধর্মতলা থেকে ৫ নং কাউন্টারে বকখালীর বসে সাতমাইল অথবা দশমাইল নেমে Othoba Train e kore namkhana station e neme টোটোতে হুজ্জুতের ঘাট.সেখান থেকে নৌকা করে খেয়া পারাপার তারপরই পৌঁছে যাবেন মৌসুনি আইল্যান্ডে।

Advertisements

কোথায় থাকবেন:
Backpacker’s camp: 9836505038
SSA Tourism Camp: 7318937917