TMC: জওহর সরকারকে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সরানো হলো, তৃণমূল সরগরম

তৃণমূল কংগ্রেসের (TMC) রাজ্যসভার সাংসদ হয়েও জওহর সরকার (Jawahar Sarkar) সমালোচনা করছেন দলের। যা নিয়ে চরম বিড়ম্বনায় শাসক দল। এবার তাঁকে রাজ্যসভার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে…

Former TMC MP Jawhar Sircar praises Mamata Banerjee in the RG Kar Case.

তৃণমূল কংগ্রেসের (TMC) রাজ্যসভার সাংসদ হয়েও জওহর সরকার (Jawahar Sarkar) সমালোচনা করছেন দলের। যা নিয়ে চরম বিড়ম্বনায় শাসক দল। এবার তাঁকে রাজ্যসভার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সরিয়ে দেওয়া হলো। তৃণমূলের অন্দরে আলোড়ন সৃষ্টি হয়েছে।

দুর্নীতির প্রসঙ্গে জওহর সরকার তৃণমূলকেই কটাক্ষ করেছিলেন। বলেছিলেন চারিদিক থেকে সমালোচনায় বিদ্ধ হচ্ছিল। অনেকে বলছেন, তুই তৃণমূলে এখনও আছিস? কত পেয়েছিস? এমন লাঞ্ছনা জীবনে কোনওদিন শুনতে হয়নি। আমি বাইরে থেকে রাজনীতিতে এসেছি। একুশের ঢেউ দেখে। আমাদের সামনে সবচেয়ে বড় শত্রু ফ্যাসিস্ট শক্তি, বিজেপি। চাকরি জীবনেও দেখেছি, একটা অংশ চোর ছিল। সব পেশায় একটা শ্রেণি থাকে, যারা ধাপ্পাবাজি করতে এসেছে। রাজনীতিতেও করছে।

   

সুর চড়িয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, উনি তাঁদের সঙ্গে থাকুন। তৃণমূলে আছেন কেন? সাহস থাকলে পদত্যাগ করুন রাজ্যসভা থেকে। তাতে অবশ্য উনি লাকি। একটা সরকারি পেনশন পাচ্ছেন, রাজ্যসভারও পেনশন পাবেন। কিন্তু কমপক্ষে সুবিধাভোগটা বন্ধ করুন। নিজে বলছেন তো ছেড়ে দিন। উনি গেলে কিছু ক্ষতি হবে না। লাভই হবে। এরকম লোক আত্মকেন্দ্রিক। স্বার্থপর লোকের থাকা উচিত নয়।

এর পরেই জওহর সরকারকে রাজ্যসভার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সরানো নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা, তিনি সম্ভবত দলত্যাগের পথে।