অর্জুনের সিংয়ের পরেই আরও কারা তৃণমূলের পথে এই জল্পনা শুরু হয়েছে বঙ্গ বিজেপির অন্দরে৷ শোনা যাচ্ছে সেই তালিকায় প্রথম স্থানে রয়েছেন বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan)। সেই জল্পনা বাড়িয়েছেন সদ্য দলবদলু অর্জুন সিং নিজে। এবার এবিষয়ে মুখ খুললেন তৃণমূল কংগ্রেস নেত্রী সুজাতা মণ্ডল (Sujata Khan)। সৌমিত্র খাঁ ও সুজাতার মধ্যে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। আগেও দুজনে পরস্পরকে আক্রমণ করেছেন।
এবার সুজাতা জানিয়েছেন, আমার মনে হয়েছে সৌমিত্র খাঁ যে দলে রয়েছেন সেই দল এখন অপ্রাসঙ্গিক। নিজের এলাকাতেও সৌমিত্রর অপ্রাসঙ্গিক বলেও জানিয়েছেন তিনি৷ সৌমিত্রর মতো অপ্রয়োজনীয় মানুষকে তৃণমূলের প্রয়োজন নেই৷ এমনটাই মত সুজাতার।
সৌমিত্র সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেন সুজাতা৷ তিনি বলেন, উনি দলবদলের চেষ্টা করতেই পারেন৷ প্রথমে কংগ্রেসের সঙ্গে গদ্দারি করেছেন। পরে তৃণমূলের সঙ্গে করেছেন। এখন বিজেপিতে প্রতি মুহুর্তে গদ্দারির কথা ভাবছেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেভাবে চলছে, সেখানে ময়লা আবর্জনার প্রয়োজন হবে না।
উল্লেখ্য, মুকুল রায়ের তৃণমূল কংগ্রেসে প্রত্যাবর্তনের পর আর কারা তৃণমূলে খোলা দরজায় প্রবেশ করবেন, সে বিষয়ে গাঁট গুনতে শুরু করে রাজনৈতিক মহল। বিজেপিতে যাওয়া একে একে নেতারা তৃণমূলে যতবারই ফিরেছেন ততবারই বিজেপির সমালোচক সাংসদ সৌমিত্রকে নিয়ে জল্পনা চলেছে। এবার অর্জুন সিং আসতেও সেই জল্পনা প্রবল হয়। সৌমিত্রকে ‘নিজের ভাই’ বলে সেই জল্পনায় ঘৃতাহুতি দেন অর্জুন৷
যদিও এপ্রসঙ্গে সৌমিত্র নিজে জানিয়েছেন, তৃণমূলের একাধিক নেতাদের সঙ্গে তাঁর সুসম্পর্ক রয়েছে৷ কিন্তু যতদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলে রয়েছেন, ততদিন তিনি তৃণমূলে যোগদান করবেন না।