TMC: সংগঠন ফেরাতে পুরাতনের ওপর আস্থা রাখছে তৃণমূল

বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করলেও গত এক বছরে সংগঠনের বেশ কিছু জায়গায় ফাঁক রয়েছে বলে মনে করছেন তৃণমূল (TMC) সুপ্রিমো। তাই পঞ্চায়েত নির্বাচনের আগে ড্যামেজ কন্ট্রোল দিতে নেমে পড়ল তৃণমূল৷ তাঁদের ভরসা পুরাতনরাই।

৫ মে দলের সাংগঠনিক রদবদলের কথা ঘোষণা করেছিলেন তৃণমূল সুপ্রিমো৷ মূলত জেলাস্তর, শাখা সংগঠনগুলিতেই রদবদলের কথা জানিয়েছিলেন তিনি। সেখানে আলাদা করে জেলা ভিত্তিক সভাপতি এবং সমন্বয়কারী পদ ফিরিয়ে আনার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সেখানে পুরাতনদের বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে। এমনকি জেলা থেকে রাজ্য দফতরে আসা কর্মীদের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব পুরাতনদের ওপর দিতে চান মমতা বন্দ্যোপাধ্যায়৷

   

তবে কী আই প্যাক সংস্থার কাজে সন্তুষ্ট নন তৃণমূল সুপ্রিমো? গত লোকসভা নির্বাচন অবধি জেলায় জেলায় অবজারভার রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু নির্বাচনে ব্যাপক হার তৃণমূলের জন্য মাথাব্যাথার কারণ হয়ে ওঠে। এরপরেই বিধানসভা নির্বাচনে সেই পদ সরিয়ে দেওয়া হয়েছিল৷ কিন্তু এক বছরে আইপ্যাকের কার্যকলাপ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো। তাই এখন পুরানো ধাঁচেই দলকে তৈরি করতে চান তিনি।

চলতি সপ্তাহেই জেলা ও ব্লক স্তরের নেতাদের মধ্যে পরিবর্তন আনতে চলেছেন তৃণমূল সুপ্রিমো। পরিবর্তন আনতে চলেছেন শাখা সংগঠনেও। পশ্চিম মেদিনীপুরের জনসভা থেকেও সেই বার্তাই দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বড়সড় রদবদল না হলেও নতুন দায়িত্বে কাদের আনা হয়? তা নিয়ে চর্চা শুরু হয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন