রামপুরহাটের ঘটনা ইস্যুতে ফের উত্তপ্ত হয়ে উঠল বিধানসভা। সোমবার বিধানসভায় তৃণমূল ও বিজেপি বিধায়কদের মধ্যে হাতাহাতি হয় বলে অভিযোগ। বিজেপির অভিযোগ, তাঁদের মুখ্য সচেতক মনোজ টিগ্গাকে শারিরীক হেনস্থা করা হয়েছে। তাঁর জামা ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে, সেইসঙ্গে ভেঙে দেওয়া হয়েছে তাঁর চশমাও।
Advertisements
অন্যদিকে পুরুলিয়ার বিজেপি বিধায়ক নরহরি মাহাতোকে ফেলে পেটানোর অভিযোগ উঠেছে। চূচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার আহত। তাঁর অভিযোগ, রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী তাঁকে মেরেছেন । তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।
Advertisements
এদিন স্পিকারের সামনেই দুই দলের বিধায়করা তুমুল হাতাহাতিতে জড়ান বলে অভিযোগ। ঘটনায় গর্জে ওঠেন স্পিকার। তিনি বলেন, এটা ভালো করছেন না আশংশধনীয় কাজ করছেন।


