স্পেনে নিজের পুরনো ক্লাবে সই করলেন এই East Bengal তারকা

Fran Sota rejoins SD Logrones

গত মরশুমে ইস্টবেঙ্গলে (East Bengal) Amir Dervisevic এর পরিবর্ত হিসেবে যোগদান করেছিলেন attacking midfielder Fran Sota। এদিকে ইনভেস্টরের সাথে লাল হলুদ ব্রিগেডে সইপর্ব নিয়ে চাপানোতর চলার মাঝে তিনি ফিরে গেলেন তার পুরনো ক্লাব SD Logrones – এ।

Advertisements

এর আগে ২০১২ থেকে ২০১৪ সাল অবধি লোগরনেসের হয়ে খেলেছিলেন সোতা।৪৯ টা ম‍্যাচ খেলেছিলেন, একটা গোল’ও করেছিলেন।ক্লাবের হয়ে কোপা দেল রে’র দুটো ম‍্যাচ’ও খেলেছিলেন।ওসাসুনার হয়ে কেরিয়ার শুরু করার পর স্পেনের – Pena Sports FC, CD Varea, SD Leioa, এবং CD Tropezon -এ খেলতে দেখা গেছে তাকে।

Advertisements

গতমরশুমে ৩১০ মিনিট ইস্টবেঙ্গলের হয়ে খেলেছিলেন তিনি,নিয়েছিলেন ১৩ টি শট।শনিবার তার নাম ফের আরেকবারের মতো আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করে তার পুরনো ক্লাব।