Lifestyle: এসির ছাড়াই ঘর থাকবে ঠান্ডা ঠান্ডা কুল কুল!

room cool without AC india

বর্ষা পড়লেও দুঃসহ গরম কমছে না। আর সারাদিন এসি চালিয়ে রেখেও সমস্যার সমাধান করা সম্ভব হচ্ছে না। এখনও অনেকেই বাড়ি থেকে অফিস করছেন, সারাক্ষণ এসি চালিয়ে রাখলেও অন্য সমস্যা হতে পারে। কারেন্ট ট্রিপ করাটাও বিচিত্র কিছু নয়। খুব সহজ কয়েকটি টিপস আজ আপনাদের জন্য রইল – প্রত্যেকটিই পরীক্ষিত এবং প্রমাণিত। তবে যাঁদের ঘরের দেওয়ালের রং হালকা বা সিলিং-এ সাদা রং লাগানো আছে, তাঁদের ঘর ঠান্ডা রাখাও অপেক্ষাকৃত সহজ।

কি করবেন?

   
  • বেলা বাড়লে জানলা বন্ধ করে পর্দা টেনে দিন। কারণ এই গরমে সকালের মিঠে রোদের মেয়াদ বেশিক্ষণ নয়। তাই ঘড়ির কাঁটা ৯টা ছাড়ালে জানলা বন্ধ করে পরদা টেনে দিন।
  • ব্লাইন্ডস লাগানো থাকলে তা বন্ধ করে দিন। এতে ঘরে তাপ কম ঢুকবে। পাখা চলিয়ে রাখলেও আরাম পাবেন। বিকেলের দিকে জানলা খুলে দিন। ঘরের মধ্যে মুখোমুখি জানলা থাকলে ঘরে হাওয়া বাতাস চলাচল করবে ভালো।
  • জানলায় সুতি বা লিনেনের প্রাকৃতিক ফ্যাব্রিকের পর্দা এবং বেড শিট ব্যবহার করুন। সেটি যেন হালকা রঙের হয়। হালকা রঙের চাদর আর পর্দা তাপ প্রতিফলিত করবে, এর ফলে ঘর ঠান্ডা রাখতে সুবিধে হবে। চাদর আর পর্দা বেশি ময়লা হওয়ার আগেই কেচে ফেলুন।
  • আবছা ঘরে আলো কম হলে ঠান্ডা ভাব থাকে বেশি। যাঁরা কম্পিউটারে কাজ করছেন, তাঁদের কম আলোতে অসুবিধে হলে পাশে টেবিল ল্যাম্প জ্বালিয়ে নিন। টিউবলাইটের চেয়ে সিএফএল ল্যাম্পের আলো বেশি ঠান্ডা। সম্ভব হলে বদলে নিন সেটি।
  • ঘরের মধ্যে গাছ রাখলে দেখতেও সুন্দর লাগে এবং তাপও শুষে নেয়। মানিপ্লান্ট, অ্যালো ভেরা, স্নেক প্লান্ট, অ্যারিকা পাম ঘরে সুন্দর লাগে দেখতে।
  • রান্না করার সময় এগজস্ট ফ্যান চালু রাখুন। রান্নার সময় ঘর গরম হয়ে যায়। তাই অবশ্যই এগজস্ট ফ্যান চালিয়ে রাখুন। সম্ভব হলে রোদের তাপ চড়ার আগেই রান্না সেরে ফেলুন।
  • ঘর এবং জানলার পাটা দিনে দু’বার জল-কাপড় দিয়ে মুছে পাখা চালিয়ে দিন। রোদ প্রখর হওয়ার আগেই জানলা বন্ধ করে পর্দা টেনে দিন। এতে ঘর ঠান্ডা থাকবে। আপনাকে বেশি এসি চালাতে হবে না। ঘর এমনিতে ঠান্ডা থাকবে।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন