Mini Maldives: ভারতেই আছে স্বপ্নের মালদ্বীপ, মন জুড়াতে যাবেন নাকি

Kishangarh of Rajasthan

মধ্যবিত্তের কাছে মালদ্বীপ (Maldives) বেড়াতে যাওয়া স্বপ্ন। কাছের দীঘা পুরী ঘুরেই সন্তুষ্ট থাকি আমরা। কিন্তু যদি ভারতের মধ্যেই মালদ্বীপের খোঁজ দেওয়া হয় আপনাকে? কী করবেন? যাবেন তো? তাহলে ঘুরেই আসুন। এই ভারতেই রয়েছে মালদ্বীপ। আরে অবাক হচ্ছেন কেন।

সত্যিই মালদ্বীপের মত সুন্দর, চোখ জুড়ানো জায়গা দুধের স্বাদ ঘোলে মিটিয়ে দেবে আপনার। মন ভালো হয়ে যাবে মিনি মালদ্বীপ চাক্ষুষ করলে। আমরা রাজস্থানের কিষাণগড় শহরের কথা বলছি। কিষানগড়ে এমন একটি জায়গা আছে, যাকে বলে মিনি মালদ্বীপ। আসুন আমরা আপনাকে এই জায়গা সম্পর্কে বলি।

   

রাজস্থানের এই এলাকা কিষাণগড়ের ডাম্পিং এলাকায় দেখা যায়। এখানে পৌঁছে মনে হবে যেন স্বর্গে চলে এসেছেন। চারদিকে মার্বেল পাহাড় আর নীল জল। বছরের পর বছর ধরে, এই জায়গাটি একটি সাদা মালভূমিতে পরিণত হয়েছে। এই জায়গাটিকে ‘রাজস্থানের চাঁদের দেশ’ও বলা হয়। আপনি সন্ধ্যায় আপনার সঙ্গীর সাথে অনেক সময় কাটাতে পারেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন