পাবলিক অফার ইস্যুর আকার কিছুটা কমাল জীবন বিমা নিগম

জীবন বিমা নিগম (এলআইসি) বোর্ড তার প্রাথমিক পাবলিক অফার ইস্যুর আকার কিছুটা কমিয়ে ৫ শতাংশের পরিবর্তে ৩.৫ শতাংশ অনুমোদন করল। অর্থাৎ, শেয়ার বাজার নিয়ন্ত্রক সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেবির অনুমোদন সাপেক্ষে কেন্দ্রীয় সরকার এখন এলআইসি-তে তার শেয়ারের ৩.৫ শতাংশ বাজারে বিক্রি করবে। সরকারের লক্ষ্য ৩.৫ শতাংশ শেয়ার বিক্রি করে ২১ হাজার কোটি টাকা ঘরে তোলা। সূত্রের খবর, দেশের সবচেয়ে বড় এবং রাষ্ট্রায়ত্ব বিমা সংস্থা এলআইসির আইপিও মে মাসের প্রথম সপ্তাহে শেয়ার বাজারে আসতে পারে। এবিষয়ে এক পদস্থ আধিকারিক বলেছেন, সরকার মে মাসের প্রথম সপ্তাহে শেয়ার বাজারে এলআইসির আইপিও চালু করতে পারে। এলআইসির আইপিও হতে চলেছে দেশের সবচেয়ে বড় আইপিও। এর আকার প্রায় ২১ হাজার কোটি টাকা।

এলআইসি বুধবারের মধ্যে সেবির কাছে এ জন্য রেড হেরিং প্রসপেক্টাস জমা দিতে পারে। দেশের শেয়ারবাজার গত ৬ মাস ধরে নিম্নমুখী। করোনা মহামারীর পর সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বিদেশি বিনিয়োগকারীরা নিয়মিত শেয়ার বিক্রি করে টাকা তুলে নিয়েছেন। ফলে বাজারের অবস্থা ক্রমশই খারাপ হয়েছে। সে কারণেই এলআইসি তার আইপিওর হার ৫ শতাংশ থেকে কমিয়ে ৩.৫ শতাংশ করেছে বলে মনে করা হচ্ছে। ফেব্রুয়ারিতে সেবিতে জমা দেওয়া খসড়া প্রস্তাবে এলআইসি ৫ শতাংশ শেয়ার বা ৩১৬ কোটি শেয়ার বিক্রি করার কথা বলেছিল। সেবি-এর কাছে জমা দেওয়া খসড়া থেকে জানা গিয়েছে, ২০২১ সাল পর্যন্ত এলআইসি-এর সম্পদের পরিমাণ ৫০৭ বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে এলআইসি বিশ্বের অষ্টম বৃহত্তম বিমা সংস্থা।

   
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন