Texas School Shooting: স্কুলে সার সার শিশু পড়ুয়ার গুলিবিদ্ধ দেহ, মার্কিন মুলকে জাতীয় শোক

সার সার দেহ পড়ে আছে স্কুলে। এত শিশু পড়ুয়াকে কেন খুন করল বন্দুকধারী কিশোর তার কারণ খুঁজছে পুলিশ। ভয়াবহ পরিস্থিতি (Texas School Shooting) টেক্সাসে। এই…

Texas School Shooting: স্কুলে সার সার শিশু পড়ুয়ার গুলিবিদ্ধ দেহ, মার্কিন মুলকে জাতীয় শোক

সার সার দেহ পড়ে আছে স্কুলে। এত শিশু পড়ুয়াকে কেন খুন করল বন্দুকধারী কিশোর তার কারণ খুঁজছে পুলিশ। ভয়াবহ পরিস্থিতি (Texas School Shooting) টেক্সাসে। এই মর্মান্তিক ঘটনার পর জাতীয় পতাকা অর্ধনমিত করল মার্কিন যুক্তরাষ্ট্র সরকার।

বিবিসি জানাচ্ছে, মার্কিন জাতীয় পতাকা আগামী ২৮ মে পর্যন্ত অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন। প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস থেকে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।

মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুকবাজের হামলা নতুন কিছু নয়। মাত্র দশ দিন আগে নিউইয়র্কের বাফেলো সুপার মার্কেটের গুলি করে দশ জনকে খুন করে এক কিশোর। তার বয়সও ১৮ বছর। সেই হামলা ছিল বর্ণবিদ্বেষমূলক।

আর টেক্সাসের প্রাথমিক স্কুলে এক বন্দুকধারীর গুলিতে ১৯ পড়ুয়া সহ ২১ জন নিহত হয়েছে। বন্দুকধারী নিহত বলে জানা গেছে। রয়টার্স জানিয়েছে, টেক্সাসের দক্ষিণে উভালডে এলাকায় রব এলিমেন্টারি স্কুলে হামলা হয়।  নিহত শিশুদের বয়স ৭ বছর থেকে ১০ বছর।

Advertisements

ফক্স নিউজ জানাচ্ছে, হামলাকারী বন্দুকধারীর নাম সালভাদর রামোস বলে টেক্সাস পুলিশ জানায়। পুলিশ গুলিতে সেও খতম। বয়স ১৮ বছর। রব এলিমেন্টারি স্কুলে অভিভাবকদের কান্নায় চারপাশ ভারি।  পুলিশ জানাচ্ছে, বন্দুকধারী সালভাদর রামোস গাড়ি নিয়ে ওই স্কুলে ঢুকেছিল। তাকেও খতম করা হয়েছে।

টেক্সাসে হামলার ১০ দিন আগে নিউইয়র্কের বাফেলো একটি সুপারমার্কেটে গুলি করে ১০ জনকে খুন করা হয়। তদন্তে উঠে এসেছে, সেই হামলাকারীর বয়সও ছিল ১৮ বছর। তবে সেই হামলা ছিল বর্ণবিদ্বেষমূলক।