বিজ্ঞান শিক্ষিকাদের বোরখা নির্দেশ, তসলিমা লিখলেন ‘জিহাদিস্তান’ বাংলাদেশ

বাংলাদেশের (Bangladesh) অভ্যন্তরে ইসলামি ধর্মীয় মৌলবাদী শক্তি চরম সক্রিয়। শেখ হাসিনার সরকার পতনের পর থেকে লাগাতার মৌলবাদী শক্তিগুলির বিরুদ্ধে সরব হয়েছেন লেখিকা (Taslima Nasrin) তসলিমা…

Taslima wrote Jihadistan Bangladesh to order science teachers to wear veils,

বাংলাদেশের (Bangladesh) অভ্যন্তরে ইসলামি ধর্মীয় মৌলবাদী শক্তি চরম সক্রিয়। শেখ হাসিনার সরকার পতনের পর থেকে লাগাতার মৌলবাদী শক্তিগুলির বিরুদ্ধে সরব হয়েছেন লেখিকা (Taslima Nasrin) তসলিমা নাসরিন। তিনি একাধারে হাসিনার স্বৈরাচার পতনকে স্বাগত জানালেও বর্তমানে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন দিক নিয়েও সরব। এই বিতর্কে এবার তসলিমা তুলে ধরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (Dhaka University) ভিতর ইসলামি রক্ষণশীল নিয়ম জারি করার ফতোয়া।

‘অধিকার সচেতন শিক্ষার্থী সমাজ’ এর নামে একটি বার্তা ছড়িয়েছে। এতে বলা হয়, “শিক্ষিকাগণ, পর্দা একটি ইবাদত। এটি শ্রেষ্ঠ ইবাদত ও ফরজসমূহের অন্তর্ভুক্ত। কেননা আল্লাহ তা’আলা তাঁর কিতাবে সৌন্দর্য প্রদর্শনকে নিষেধ করে পর্দার আদেশ দেন। কিন্তু দেখা যাচ্ছে, আপনারা আল্লাহর আদেশ অমান্য করে শিক্ষাপ্রতিষ্ঠানে বেপর্দা হয়ে চলাফেরা করেন। তাই আমরা কিতাবের দলিল মোতাবেক শিক্ষা প্রতিষ্ঠানে পর্দার আদেশ জারি করলাম।”

   

পাকিস্তানে ইন্টারনেট বিপর্যস্ত, হ্যাকিং নিয়ে ভারতের দিকে আঙুল ইসলামাবাদের

এই বার্তাটির ছবি দিয়ে যুক্তিবিদ লেখিকা তসলিমা নাসরিন লিখেছেন, “ঢাকা বিশ্ববিদ্যলয়ের পদার্থ বিভাগ থেকে মেয়েদের ড্রেস কোড দেওয়া হয়েছে। সব ধর্মের শিক্ষিকাকে হিজাব-বোরখা-নিকাব পরে বিশ্ববিদ্যালয়ে যেতে হবে। তা না হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আরও সময় দরকার বুঝতে কারা ক্ষমতায়?”

যুক্তিবাদী তসলিমার কটাক্ষ, “বাংলাদেশে যে গণআন্দোলন হলো, কারা করলো আন্দোলন, কেন করলো, তারা কী চায়, এক সরকারকে হঠিয়ে কেমন নতুন সরকার চায় তারা — তা বুঝতে কিছুদিন সময়ের দরকার ছিল। তাদের কার্যকলাপ দেখে এখন বোঝা সারা, তারা কী চায়। তারা দেশকে পাকিস্তান আর আফগানিস্তানের চেয়েও খারাপ কিছু বানাতে চায়, যেটার নাম জিহাদিস্তান।”

সব ধর্মীয় মৌলবাদীদের বিরুদ্ধে সরব তসলিমা নাসরিন বাংলাদেশ থেকে টানা কয়েক দশক নির্বাসিত। তিনি একাধারে বিএনপি ও আওয়ামী লীগের দুই নেত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনা দুজনেরই বিরুদ্ধে ধর্মীয় মোড়কে রাজনীতির বিরোধিতা করে আসছেন। সম্প্রতি সরকারি চাকরিতে আসন সমরক্ষণ ইস্যুতে বাংলাদেশে রক্তাক্ত ছাত্র আন্দোলন ও গণবিক্ষোভের ধাক্কায় গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়েছেন শেখ হাসিনা। তিনি ভারতে আশ্রিত।

সুনীতার ফিরতে আরও মাস ৬, তার আগেই ফিরবে বোয়িং স্টারলাইনার, কেন?

তসলিমা নাসরিনের কটাক্ষ, ক্ষমতায় থাকতে শেখ হাসিনার নির্দেশ আওয়ামী লীগ দল লাগাতার বিএনপিসহ বিরোধীদের উপর অত্যাচার চালিয়েছিল। এখন তারাই আক্রান্ত। বর্তমানে শক্তিশালী বিএনপি ও বিভিন্ন সংগঠন আওয়ামী লীগের উপর হামলা করছে।

তিনি লিখেছেন, “মানুষকে ধোঁকা দিতে সুন্দর সুন্দর গণতন্ত্রের কথা বলছে, ওদিকে দাগি সন্ত্রাসীগুলোকে জেল থেকে মুক্তি দিচ্ছে। সন্ত্রাসিরা আইসিসের পতাকা হাতে নিয়ে ঢাকার রাস্তায় খেলাফতের স্লোগান দিয়ে ইতোমধ্যে একটা মিছিলও করে ফেলেছে। দেশে বাক স্বাধীনতার ব-ও নেই। সবাই ”শিক্ষার্থী”দের ভয়ে কাঁপছে। শিক্ষার্থী-মব দেশ জুড়ে যা ইচ্ছে তাই করছে, তাদের যা ইচ্ছে তাই এর নাম দেওয়া হচ্ছে ”১৫ বছরের ক্ষোভ” বা ‘স্বাধীনতা উদযাপন’। বিরোধী দলের সমর্থকদের মিথ্যে হত্যা মামলায় ফাঁসানো হচ্ছে। তারা যে করে হোক পালাতে চাইছে দেশ ছেড়ে। গণতন্ত্রের গ-ও নেই কোথাও। “