Afghanistan: ‘বন্ধু’ তালিবান হামলায় আফগান সীমান্তে কচুকাটা পাক সেনা, আসছে হুঁশিয়ারি

পাকিস্তান রেঞ্জার্স রক্তাক্ত। ছত্রভঙ্গ। হামলাকারী তালিবান জঙ্গি সরকার। আফগানিস্তান (Afghanistan) ও পাকিস্তানের সীমান্তের কয়েকটি এলাকায় দুপক্ষের সংঘর্ষ চলছে। আফগান সীমান্তের কাছে অতর্কিত হামলায় সাত পাকিস্তানি…

Afghanistan: 'বন্ধু' তালিবান হামলায় আফগান সীমান্তে কচুকাটা পাক সেনা, আসছে হুঁশিয়ারি

পাকিস্তান রেঞ্জার্স রক্তাক্ত। ছত্রভঙ্গ। হামলাকারী তালিবান জঙ্গি সরকার। আফগানিস্তান (Afghanistan) ও পাকিস্তানের সীমান্তের কয়েকটি এলাকায় দুপক্ষের সংঘর্ষ চলছে।

আফগান সীমান্তের কাছে অতর্কিত হামলায় সাত পাকিস্তানি সেনা মৃত। শুক্রবার পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

নিহত সেনাদের প্রতি সম্মান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বনেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে ইসলামাবাদ| শাহবাজ শরিফ এক টুইট বার্তায় নিহত সেনাদের ছবি ও নাম প্রকাশ করেছেন|

আফগানিস্তানে দ্বিতীয়বার ক্ষমতা দখলের পর তালিবান জঙ্গিরা পাকিস্তানের প্রত্যক্ষ সমর্থন পেয়েছিল। তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি তালিবান সরকারের স্বীকৃতির জন্য আন্তর্জাতিক মহলে তদ্বির করতে শুরু করেন।

সম্প্রতি পাকিস্তানের ক্ষমতায় পরিবর্তন হয়েছে। আস্থা ভোটে হেরে পদত্যাগ করেছেন ইমরান খান। আর বিরোধী দলনেতা থেকে প্রধানমন্ত্রী হয়েছেন শাহবাজ শরিফ। পাকিস্তানের ক্ষমতা বদল হতেই আফগান সীমান্ত গরম হতে থাকে।

Advertisements

আল জাজিরা জানাচ্ছে, আফগানিস্তানের সীমান্ত লাগোয়া পাকিস্তানের একটি পরিত্যক্ত তালিবান ঘাঁটির কাছে হামলা হয়। পাক সেনাবাহিনীর কনভয়ে করে হামলা চালানো হয়| সেই সময় তালিবান ও পাক সেনার মধ্যে গুলিবিনিময় হয়| এতে সাত পাকিস্তানি সেনা এবং চার হামলাকারী নিহত হয়েছে|

পাক সেনার বিবৃতিতে জানানো হয়েছে, ওয়াজিরিস্তানের ইশাম এলাকায় এই হামলার ঘটনা ঘটে| এর আগে বৃহস্পতিবার পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, জানুয়ারি মাস থেকে আফগান সীমান্তের কাছাকাছি বিভিন্ন অঞ্চলে ১২৮ জন জঙ্গিকে খতম করা হয়েছে| এরপরই শুক্রবার পাক সেনা পড়ল হামলার মুখে।

আফগানিস্তানের তালিবান জঙ্গি সরকার জানিয়েছে, দেশের সীমান্ত রক্ষায় জান কবুল করা হবে। অভিযোগ, পাকিস্তানের দিক থেকে বারবার হামলা হয়।